বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার লিমপোপো শহরে এক ধর্ষককে পুড়িয়ে মারল জনতা। এদিন এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার কান্দে উত্তপ্ত হয়ে ওঠে জনতা। পরে অভিযুক্তকে সনাক্ত করা হলে উত্তেজিত জনতা আগুনে পুড়িয়ে মারে ধর্ষককে।
স্থানীয় একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। পরে গ্রামের উত্তেজিত জনতা অভিযুক্তকে আগুনে পুড়িয়ে মারে। পরে পুলিশ পৌঁছে ওই ব্যক্তির দেহের পুড়ে যাওয়া অংশের অবশিষ্ট উদ্ধার করে।
স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ১৭ বছর বয়সী ওই প্রতিবন্ধী কিশোরী জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গেলে তাকে ধর্ষণ করা হয়। মুহোভোয়া সম্প্রদায়ের লোকেরা এই ঘটনায় একজনকে অভিযুক্ত করে।
এক পুলিশ অফিসার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই প্রতিবন্ধী কিশোরী গ্রামের কয়েকজন মহিলার সাথে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যান। ওই সময়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অন্য মহিলারা সেখান থেকে পালিয়ে গেলেও ওই প্রতিবন্ধী কিশোরী সেখান থেকে পালিয়ে যেতে পারেনি। ওই অভিযুক্ত ব্যক্তি প্রতিবন্ধী কিশোরীকে জঙ্গলে ধর্ষণ করে।
এ বিষয়টি নিয়ে ওই গ্রামে একটি সালিশি সভার আয়োজন করা হয়। আলোচনার পর গ্রামের মহিলাদের ওই ব্যক্তিকে শনাক্ত করে। পরে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেলে উত্তেজিত জনতা ওই ব্যক্তির গায়ে আগুন লাগিয়ে দেয়।
পুলিশ এ ঘটনায় হত্যার মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রামবাসীদের আহ্বান করেছেন ওই ঘটনায় কারা জড়িত আছে তাদের পরিচয় দিতে। তবে পুলিশ এখনও পর্যন্ত এ ঘটনায় সরাসরি জড়িত কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেননি।