ফের প্রায় ১০০ ট্রেন বাতিল শিয়ালদা লাইনে! বিপাকে যাত্রীরা, রইল ক্যান্সেলের তালিকা

বাংলা হান্ট ডেস্ক : শিয়ালদা (Sealdah) মেন লাইনের নিত্যযাত্রীদের জন্য আগাম সতর্কতা। দোল উপলক্ষ্যে একাধিক লোকাল ট্রেন বাতিল (Local Train Cancel) করেছে ভারতীয় রেল (Indian Railways)। রেল সূত্রে খবর, আগামী ২৫ মার্চ সোমবার শিয়ালদা মেন লাইনে মোট ৯৪টই লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তাই এইদিন গন্তব্যে যাওয়ার আগে হাতে সময় নিয়ে বের হবেন।

রেলসূত্রে খবর, দোলের দিন যাত্রী সংখ্যা কম থাকার কারণে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। শিয়ালদা-বর্ধমান লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকাল, শিয়ালদা-শান্তিপুর লোকাল, শিয়ালদা-ব্যারাকপুর লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদা-নৈহাটি শাখায় মোট ৯৪টি ট্রেন বাতিল করার কথা জানিয়েছে পূর্ব রেল। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? দেখে নিন এক নজরে।

শিয়ালদা-বর্ধমান শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে :
১) শিয়ালদা-বর্ধমান লোকাল (৩১১৫১), শিয়ালদা থেকে ছাড়ে সকাল ১০ টা ১৫ মিনিটে।

২) বর্ধমান-শিয়ালদা লোকাল (৩১১৫২), ট্রেনটি বর্ধমান থেকে রওনা দেয় দুপুর ২ টো ৪৫ মিনিটে।

শিয়ালদা-রানাঘাট শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে :

১) শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি লোকাল (৩১৬০১), ট্রেনটি শিয়লদা থেকে রওনা দেয় বিকেল ৫ টা ৫৪ মিনিটে।

২) শিয়ালদা-রানাঘাট লোকাল (৩১৬১৩), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় ভোর ৫ টা ২০ মিনিটে।

৩) শিয়ালদা-রানাঘাট লোকাল (৩১৬১৭), ট্রেনটি শিয়লদা থেকে রওনা দেয় সকাল ৮ টায়।

৪) শিয়ালদা-রানাঘাট লোকাল (৩১৬৩১), ট্রেনটি শিয়লদা থেকে রওনা দেয় রাত ১০ টা ৫০ মিনিটে।

৫) রানাঘাট-শিয়ালদা মাতৃভূমি লোকাল (৩১৬০২), ট্রেনটি রানঘাট থেকে ছাড়ে সকাল ৭ টা ৪৫ মিনিটে।

৬) রানাঘাট-শিয়ালদা লোকাল (৩১৬১৪), ট্রেনটি রানাঘাট থেকে ছাড়ে সকাল ৬ টা ৫ মিনিটে।

৭) রানাঘাট-শিয়ালদা লোকাল (৩১৬২৪), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় বেলা ১২ টা ৫০ মিনিটে।

৮) রানাঘাট-শিয়ালদা লোকাল (৩১৬৩৪), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় রাত ৮ টা ৮ মিনিটে।

রানাঘাট-গেদে শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে :

১) রানাঘাট-গেদে লোকাল (৩১৭৪৭), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সকাল ৮ টা ৪৫ মিনিটে।

২) রানাঘাট-গেদে লোকাল (৩১৭৪৯), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সকাল ১০ টা ৫০ মিনিটে।

৩) রানাঘাট-গেদে লোকাল (৩১৭৫৩), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় দুপুুর ৩ টে ২৫ মিনিটে।

৪) রানাঘাট-গেদে লোকাল (৩১৭৫৫), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে।

৫) গেদে-রানাঘাট লোকাল (৩১৭৪৪), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সকাল ৭ টা ৩২ মিনিটে।

৬) গেদে-রানাঘাট লোকাল (৩১৭৪৬) ট্রেনটি গেদে থেকে রওনা দেয় সকাল ৯ টা ৪৭ মিনিটে।

৭) গেদে-রানাঘাট লোকাল ৩১৭৪৮), ট্রেনটি গেদে থেকে রওনা দেয় সকাল ১১ টা ৫৫ মিনিটে।

৮) গেদে-রানাঘাট লোকাল (৩১৭৫০, ট্রেনটি গেদে থেকে রওনা দেয় বিকেল ৪ টে ৩০ মিনিটে।

৯) গেদে-রানাঘাট লোকাল (৩১৭৫৪), ট্রেনটি গেদে থেকে রওনা দেয় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।

শিয়ালদা-গেদে শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে :

১) শিয়ালদা-গেদে লোকাল (৩১৯১১), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় ভোর ৪ টে ২০ মিনিটে।

২) শিয়ালদা-গেদে লোকাল (৩১৯১৭), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় বেলা ১২ টা ৪৫ মিনিটে।

৩) গেদে-শিয়ালদা লোকাল (৩১৯২৬), ট্রেনটি গেদে থেকে রওনা দেয় সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটে।

রানাঘাট-কৃষ্ণনগর সিটি শাখায় (ভায়া শান্তিপুর) যে ট্রেনগুলি বাতিল থাকবে :

১) রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল (৩১৫৮৫), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সকাল ৬ টা ৫০ মিনিটে।

২) কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট লোকাল (৩১৫৮৬), ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে রওনা দেয় সকাল ৯ টা ২৫ মিনিটে।

কৃষ্ণনগর সিটি-রানাঘাট শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে:

১) রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল (৩১৭২৩), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সকাল ৬ টা ৫ মিনিটে।

২) রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল (৩১৭২৫), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় রাত ১০ টা ২০ মিনিটে।

৩) কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট লোকাল (৩১৭২২), ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে রওনা দেয় সকাল ৭ টা ৫৪ মিনিটে।

৪) কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট লোকাল (৩১৭২৬), ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে রওনা দেয় রাত ১১ টা ২৫ মিনিটে।

শিয়ালদা-কৃষ্ণনগর সিটি শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে :

১) শিয়ালদা-কৃষ্ণনগর সিটি মাতৃভূমি লোকাল (৩১৮০১), ট্রেনটি শিয়লদা থেকে রওনা দেয় সকাল ৫ টা ৫ মিনিটে।

২) শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল (৩১৮১৩), ট্রেনটি শিয়লদা থেকে রওনা দেয় ভোর ৫ টা ৩৭ মিনিটে।

৩) শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল (৩১৮৩১), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় দুপুর ৩ টে ২৫ মিনিটে।

৪) কৃষ্ণনগর সিটি-শিয়ালদা মাতৃভূমি লোকাল (৩১৮০২), ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে রওনা দেয় সকাল ৮ টা ৪০ মিনিটে।

৫) কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল (৩১৮৩৪), ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে রওনা দেয় সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে।

৬) কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল (৩১৮৩৮), ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন থেকে রওনা দেয় রাত ৮ টায়।

নৈহাটি-রানাঘাট শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে :

১) নৈহাটি-রানাঘাট লোকাল (৩১৭১১) বাতিল থাকছে।

২) রানাঘাট-নৈহাটি লোকাল (৩১৭১২), ট্রেনটি রানঘাট থেকে রওনা দেয় ভোর ৪ টে ৫ মিনিটে।

রানাঘাট-শান্তিপুর শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে :

১) রানাঘাট-শান্তিপুর লোকাল (৩১৭৮১), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সকাল ৮ টা ১৫ মিনিটে।

২) রানাঘাট-শান্তিপুর লোকাল (৩১৭৮৩), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় দুপুর ১ টা ৫ মিনিটে।

৩) শান্তিপুর-রানাঘাট লোকাল (৩১৭৮২), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সকাল ৮ টা ৫৬ মিনিটে।

৪) শান্তিপুর-রানাঘাট লোকাল (৩১৭৮৪), ট্রেনটি শান্তিপুর থেকে রওনা দেয় ১০ টা ৪৬ মিনিটে।

৫) শান্তিপুর-রানাঘাট লোকাল (৩১৭৮৬), ট্রেনটি শান্তিপুর থেকে রওনা দেয় দুপুর ২ টো ৭ মিনিটে।

শিয়ালদা-শান্তিপুর শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে :

১) শিয়ালদা-শান্তিপুর লোকাল (৩১৫১১), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় ভোর ৪ টে ৩৫ মিনিটে।

২) শিয়ালদা-শান্তিপুর লোকাল (৩১৫১৫), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ৭ টা ২৫ মিনিটে।

৩) শিয়ালদা-শান্তিপুর লোকাল (৩১৫২১), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ১১ টা ৩৫ মিনিটে।

৪) শিয়ালদা-শান্তিপুর লোকাল (৩১৫২৭), ট্রেনটি শিয়লদা থেকে রওনা দেয় দুপুর ৩ টে ৪৮ মিনিটে।

৫) শান্তিপুর-শিয়ালদা লোকাল (৩১৫১২), ট্রেনটি শান্তিপুর থেকে রওনা দেয় রাত ৩ টে ২২ মিনিটে।

৬) শান্তিপুর-শিয়ালদা লোকাল (৩১৫২২), ট্রেনটি শান্তিপুর থেকে রওনা দেয় সকাল ১০ টা ৫ মিনিটে।

৭) শান্তিপুর-শিয়ালদা লোকাল (৩১৫২৮), ট্রেনটি শান্তিপুর থেকে রওনা দেয় দুপুর ২ টো ২৭ মিনিটে।

৮) শান্তিপুর-শিয়ালদা লোকাল (৩১৫৩৪), ট্রেনটি শান্তিপুর থেকে রওনা দেয় সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে।

রানাঘাট-বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) রানাঘাট-বনগাঁ লোকাল (৩৩৭১১), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় ভোর ৪ টে ১৫ মিনিটে।

২) রানাঘাট-বনগাঁ লোকাল (৩৩৭১৩), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সকাল ৬ টা ১৫ মিনিটে।

৩) রানাঘাট-বনগাঁ লোকাল (৩৩৭১৭), ট্রেনটি রানঘাট থেকে রওনা দেয় সকাল ৮ টা ৩৪ মিনিটে।

৪) রানাঘাট-বনগাঁ লোকাল (৩৩৭১৯), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় সকাল ৯ টা ২৪ মিনিটে।

৫) রানাঘাট-বনগাঁ লোকাল (৩৩৭২৯), ট্রেনটি রানাঘাট থেকে রওনা দেয় বিকেল ৪ টে ৩৪ মিনিটে।

৬) রানাঘাট-বনগাঁ লোকাল (৩৩৭৩৩), ট্রেনটি রানঘাট থেকে রওনা দেয় সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে।

৭) বনগাঁ-রানাঘাট লোকাল (৩৩৭১৬), ট্রেনটি বনগাঁ থেকে রওনা দেয় সকাল ৭ টা ২০ মিনিটে।

৮) বনগাঁ-রানাঘাট লোকাল (৩৩৭২০), ট্রেনটি বনগাঁ থেকে রওনা দেয় সকাল ১০ টা ২০ মিনিটে।

৯) বনগাঁ-রানাঘাট লোকাল (৩৩৭২৪), ট্রেনটি বনগাঁ থেকে রওনা দেয় দুপুর ১ টা ৩ মিনিটে।

১০) বনগাঁ-রানাঘাট লোকাল (৩৩৭৩২), ট্রেনটি বনগাঁ থেকে রওনা দেয় সন্ধ্যা ৬ টায়।

শিয়ালদা-ব্যারাকপুর শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে

১) শিয়ালদা-ব্যারাকপুর গ্যালপিং লোকাল (৩১২১৫): ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে সকাল ৭ টা ৩৩ মিনিটে।

২) শিয়ালদা-ব্যারাকপুর লোকাল (৩১২১৭), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ৭ টা ৪৬ মিনিটে।

৩) শিয়ালদা-ব্যারাকপুর লোকাল (৩১২১৯), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ৮ টায়।

৪) শিয়ালদা-ব্যারাকপুর লোকাল (৩১২২৩), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ৮ টা ৩৮ মিনিটে।

৫) শিয়ালদা-ব্যারাকপুর লোকাল (৩১২২৫), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ৯ টা ৫ মিনিটে।

৬) শিয়ালদা-ব্যারাকপুর লোকাল (৩১২২৭), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ৯ টা ২৮ মিনিটে।

৭) শিয়ালদা-ব্যারাকপুর লোকাল (৩১২২৯), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ৯ টা ৪০ মিনিটে।

৮) শিয়ালদা-ব্যারাকপুর লোকাল (৩১২৩১), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ১০ টা ৫ মিনিটে।

৯) শিয়ালদা-ব্যারাকপুর লোকাল (৩১২৩৭) ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় বিকেল ৪ টে ১ মিনিটে।

১০) ব্যারাকপুর-শিয়ালদা লোকাল (৩১২১৬), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় সকাল ৮ টা ২২ মিনিটে।

১১) ব্যারাকপুর-শিয়ালদা গ্যালপিং লোকাল (৩১২১৮), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় সকাল ৮ টা ৩৫ মিনিটে।

১২) ব্যারাকপুর-শিয়ালদা লোকাল (৩১২২০), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় সকাল ৮ টা ৪৮ মিনিটে।

১৩) ব্যারাকপুর-শিয়ালদা লোকাল (৩১২২৪), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় সকাল ৯ টা ৫৭ মিনিটে।

১৪) ব্যারাকপুর-শিয়ালদা লোকাল (৩১২২৬), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় সকাল ১০ টা ১৬ মিনিটে।

১৫) ব্যারাকপুর-শিয়ালদা লোকাল (৩১২২৮), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় ১০ টা ৩০ মিনিটে।

১৬) ব্যারাকপুর-শিয়ালদা লোকাল (৩১২৩০), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় সকাল ১১ টায়।

১৭) ব্যারাকপুর-শিয়ালদা লোকাল (৩১২৩৬), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।

১৮) ব্যারাকপুর-শিয়ালদা লোকাল (৩১২৪০), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় রাত ৮ টা ২৭ মিনিটে।

১৯) ব্যারাকপুর-শিয়ালদা লোকাল (৩১২৪২), ট্রেনটি ব্যারাকপুর থেকে রওনা দেয় বেলা ১২ টা ১০ মিনিটে।

শিয়ালদা-নৈহাটি শাখায় যে ট্রেনগুলি বাতিল থাকবে

১) শিয়ালদা-নৈহাটি লোকাল (৩১৪১৩), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ৬ টা ৩৮ মিনিটে।

২) শিয়ালদা-নৈহাটি লোকাল (৩১৪১৭), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সকাল ৯ টা ৩৪ মিনিটে।

৩) শিয়ালদা-নৈহাটি লোকাল (৩১৪২৩), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় বেলা ১২ টা ২০ মিনিটে।

৪) শিয়ালদা-নৈহাটি লোকাল (৩১৪২৫), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় দুপুর ১ টা ৭ মিনিটে।

৫) শিয়ালদা-নৈহাটি লোকাল (৩১৪২৭), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় দুপুর ১ টা ৫২ মিনিটে।

৬) শিয়ালদা-নৈহাটি লোকাল (৩১৪৩৫), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে।

৭) শিয়ালদা-নৈহাটি লোকাল (৩১৪৩৭), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে।

৮) শিয়ালদা-নৈহাটি লোকাল (৩১৪৪৩), ট্রেনটি শিয়ালদা থেকে রওনা দেয় রাত ৯ টা ২০ মিনিটে।

৯) নৈহাটি-শিয়ালদা লোকাল (৩১৪১৬), ট্রেনটি নৈহাটি থেকে রওনা দেয় সকাল ৭ টা ৫২ মিনিটে।

১০) নৈহাটি-শিয়ালদা লোকাল (৩১৪১৮), ট্রেনটি নৈহাটি থেকে রওনা দেয় সকাল ৮ টা ৩০ মিনিটে।

১১) নৈহাটি-শিয়ালদা লোকাল (৩১৪২৪), ট্রেনটি নৈহাটি থেকে রওনা দেয় সকাল ১০ টা ৪৭ মিনিটে।

১২) নৈহাটি-শিয়ালদা লোকাল (৩১৪৩২), ট্রেনটি নৈহাটি থেকে রওনা দেয় দুপুর ১ টা ৪০ মিনিটে।

১৩) নৈহাটি-শিয়ালদা লোকাল (৩১৪৩৪), ট্রেনটি নৈহাটি থেকে রওনা দেয় দুপুর ২ টো ৫০ মিনিটে।

১৪) নৈহাটি-শিয়ালদা লোকাল (৩১৪৩৮), ট্রেনটি নৈহাটি থেকে রওনা দেয় সকাল ৭ টা ২০ মিনিটে।

১৫) নৈহাটি-শিয়ালদা লোকাল (৩১৪৪০), ট্রেনটি নৈহাটি থেকে রওনা দেয় সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে।

১৬) নৈহাটি-শিয়ালদা লোকাল (৩১৪৫০), ট্রেনটি নৈহাটি থেকে রওনা দেয় রাত ১১ টা ১৫ মিনিটে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর