বাংলাহান্ট ডেস্কঃ SSC প্রার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (bratya basu)। জানালেন কবে হবে SSC-র নিয়োগ। তাঁর কথায়, আগামী ২ মাসের মধ্যে আইনি জটিলতা কাটিয়ে উঠে SSC তে প্রায় ১৫ হাজার নিয়োগ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার বিধানসভায় এক বিজেপি বিধায়কের করা প্রশ্নের উত্তরে এই বিষয়ে জানান শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু জানান, ‘সরকারকে আরও তিন মাস সময় দিয়েছে আদালত। আর সেই আদালতের নির্দেশানুসারেই কাজ করছে রাজ্য সরকার। সরকারের ছয় জন অফিসার SSC-র সঙ্গে বসে প্রতিদিনই সমস্যার নিস্পত্তি করে যাচ্ছেন। খুব শীঘ্রই তালিকা আদালতে জমা দেওয়া হবে’।
তিনি আরও বলেন, ‘অনেক মত পার্থক্য রয়েছে জাতীয় শিক্ষানীতি নিয়ে। তাই বলে এই নয় যে এই বিষয়ে একটা ফতেয়া চাপিয়ে দিলেই, তা মেনে নেওয়া হবে। শিক্ষা নিয়ে বাঙালির একটা নিজস্ব চিন্তা রয়েছে। মামলার জট দ্রুতই কাটিয়ে উঠে, আগামী ২ মাসের মধ্যে SSC তে প্রায় ১৫ হাজার নিয়োগ করা হবে’।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকে রাজ্যে খুলে গেল স্কুল কলেজের দরজা। দীর্ঘ প্রায় ২০ মাস পর ফের স্কুল কলেজের মুখ দেখতে পেল পড়ুয়ারা। তবে বর্তমানে করোনা আবহ চলতে থাকায় প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু করা হয়ছে। তবে খুব শীঘ্রই সকল শ্রেণীর ক্লাস চালু করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তবে স্কুলে গেলেও মানতে হচ্ছে করোনা বিধি নিষেধ। পড়তে হচ্ছে মাস্ক, ব্যবহার করতে হচ্ছে স্যানেটাইজার। এমনকি একটি বেঞ্চে বসা দুই পড়ুয়ার মধ্যে ৬ ফুটের দূরত্বও রাখতে হচ্ছে।