বাজেটের মাধ্যমে মিলতে চলেছে এই সুবিধা

Last Updated:

২০১৪ সালে ৫ ট্রিলিয়নের অর্থনীতি পেতে ভারতকে এখন থেকেই ৯ থেকে ১০ শতাংশের বৃদ্ধি পেতে হবে। বিগত চারমাসে বেশি কর আদায় হলেও চলতি বছরের বাজেট নিয়ে মানুষ কিছু আশা রাখতে সাহস পাচ্ছেন না।এদিকে এনআরসি, সিএএ, সিএবি,এনপিআর নিয়ে মানুষ চিন্তায় রয়েছেন।

 

 

পাশাপাশি বেড়ে চলেছে মুদ্রাস্ফিতি। কিন্তু তবুও কথায় আছে মানুষ আশায় বাঁ্চে।  আশা করা যায় যে এবার থেকে ভারতীয় অর্থনীতি ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে। যা ২০০৯ সালের পর সবচেয়ে কম হারে বৃদ্ধি। অন্যদিকে, আইএমএফ প্রথমের দিকে জানিয়েছিল ভারতীয় অর্থনীতির বৃদ্ধি ৬.১ শতাংশ হারে হবে। তবে পরে তারা জানিয়ে দেয় যে বৃদ্ধির হার ৪.৯ শতাংশ হারের দিকে কমার আশঙ্কা রয়েছে। আর এর মধ্যেই প্রকাশিত হওয়া বাজেটে সামনে এলো চলতি বছরের জীবনবীমায় সরকারি মালিকানা বিক্রির প্রস্তাব।ব্যাংকগুলিকে চাঙ্গা করতে ৩ লক্ষ ৫০ হাজার কোটি।

সেনসেক্স ৭৮ পয়েন্ট নীচে এবং নিফটি ৩০ পয়েন্ট নীচে।শিল্প ও বাণিজ্যে ক্ষেত্রে ২৭ হাজার ৩০ কোটি বরাদ্দ।ব্যাংকে জমা টাকার উপর বিমার সীমা এক লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ করা হল। ফলে ব্যাংক বন্ধ হলে ডিপোসিটের উপর গ্যারান্টি থাকছে ৫ লাখ টাকা পর্যন্ত।জম্মু ও কাশ্মীরের জন্য ৩০ হাজার ৭৭০ কোটি। ৫৯৫৮ কোটি লাদাখের জন্য বরাদ্দ।সেনসেক্স ৩৩ পয়েন্ট নীচে এবং নিফটি ১৩ পয়েন্ট নীচে।সব মিলিয়ে এবছর বাজেটের সাথে আসতে চলেছে আরো নতুন চমক।

 

সম্পর্কিত খবর

X