ব্যাঙ্ক জালিয়াতি, ১০৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

কলকাতার ফেয়ার ডিল সাপ্লায়াশ বিরুদ্ধে এত টাকার সম্পত্তি নিয়ে নয়ছয় করার অভিযোগ উঠছে অনেক দিন আগেই। ওই কোম্পানির জমি ও বিল্ডিং, আহমেদাবাদে একটি অফিস ভবন, একটি ফার্ম হাউস, বাংলো বাজেয়াপ্ত করেছে ইডি। সব মিলিয়ে  এই সম্পত্তির মোট মূল্য দাড়িয়েছে ১০৭ কোটি টাকা।

মঙ্গলবার নফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি কলকাতার ফেয়ার ডিল সাপ্লায়ার্সের ডিরেক্টরদের  বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে বাধ্য হয়। অনেকদিন আগে থেকেই তারা এই জালিয়াতি করে বেড়াচ্ছিলেন কিন্তু তো তারা এই নিয়ে কিছু ভাবেন নি। এইভাবে বেয়াইনী কাজ করে গেছেন। রাম প্রসাদ আগরওয়াল, নারায়ণ প্রসাদ আগরওয়াল, পবন কুমার আগরওয়াল, সৌরভ ঝুনঝুনওয়ালা এই চারজনের  বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ে।

 

ED2

তারপর তাদের নামে যে চার্জ শিট বানানো হয়েছিলো সেই নিয়ে বিস্তরে দেখেন ইডি। আর এই ঘটনার পরেই তারা সিদ্ধান্ত নেন। মামলা করার পর তাদের এখন বিচার চলবে। এইভাবে দিনের পর দিন লুকিয়ে এরকম ঙ্কাজ করার জন্য তাদের যে কঠিন শাস্তি প্রাপ্য এমন টাই ভাবছে সকলে। তবে ইতিমধ্যেই তাদের সব সম্পত্তি সিল করে দেওয়াতে তারা আর কনো কাজ করতে পারবে না।

তাছাড়া তারা আপাতত কোনো কাজ করতেও পারবেন না। আর এই দেশ ছেড়ে কথাও পালাতেও পারবেন না। বেশকিছুদিনের মধ্যে তাদের হাজিরা দিতে হতে পারে।এমনকি  সুত্র থেকে জানা গেছে, আর কয়েক দিনের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ চালাবে ইডি।

সম্পর্কিত খবর