দূষণ  কমাতে নয়া উদ্যোগ রাজ্যে আসছে নতুন ১৫০ টি ইলেকট্রিক বাস

২০২০ তে দাড়িয়ে সবথেকে বড় চিন্তার বিষয় দূষণ  । কারন এর আগে এই নিয়ে ব্যপক প্রচার চালিয়েছেন গ্রেটা থুনবারগ । তিনি নিজের বই প্রকাশ করেন। এমন কি এরপর সারা দেশের সব বিজ্ঞানিরা এই মুভমেন্ট নিয়ে চিন্তাভাবনা শুরু করেন । এর পাশাপাশি পাল্লা দিয়ে সংবাদ পত্রে এই বিষয় নিয়ে লেখালেখি শুরু হয়। দেশের সব সংবাদপত্রে এই নিয়ে নানান প্রতিবেদন লেখা হয়।

এরপর দেশের ভবিষতের কথা মাথায় রেখে শুরু হয় এই প্রচার। দেশের জনগন এই নিয়ে সচেতন তার প্রতি একপা করে বাড়তে শুরু করে। দেশের স্কুল ,কলেজ এবং বিজ্ঞাপনের মাধ্যমেও মানুষ কে সচেতন করার আভাস দেওয়া হয়। গত বছর দিওয়ালির পর রাজধানী দিল্লিতে মাত্রা এতটাই বেড়ে যায় যে মানুষ নানা সমস্যায় পড়তে শুরু করে। এর পাশাপাশি দিল্লির মানুষ মাস্ক ব্যবহার করতে শুরু করেন। শ্বাসজনিত সমস্যার কারনে জেরবার হয়ে দারায় দিল্লির নাগরিকদের জীবন ।

 

bus2

 

আর এই কথা মাথায় রেখে এবার আমাদের রাজ্যে আসছে নতুন ১৫০ টি ইলেকট্রিক বাস। আগে থেকেই বেশ কয়েক টি ইলেকট্রিক বাস রাস্তায় চলতে শুরু করে আগের বছর থেকে আর সেই কথা মাথায় রেখে এবার আর ও কতগুলি নতুন বাস আনা হবে। আগে ৮০ টি বাস আনা হয়েছিল। তারপর পরিবহণ দফতর সূত্রে খবর মেলে,বায়ু দূষণের মোকাবিলায় রাজ্য সরকার শীঘ্রই ১৫০ ইলেকট্রিক বাস নামাতে চলেছে। ইতিমধ্যেই ইলেকট্রিক বাস চালাতে টেন্ডার ডেকেছে রাজ্য পরিবহণ দফতর।

মমতা সরকার কলকাতা, শিলিগুড়ি, হলদিয়া, দুর্গাপুর, আসানসোলে বেশি করে ইলেকট্রিক বাস চালাতে চায়। এমন কি এই বাসগুলোকে চার্জ করার জন্য বেশ কয়েক জায়গায় চার্জ পয়েণ্ট রাখার ব্যবস্থাও করা হয়েছে। পরিবেশের খেয়াল রাখার জন্য বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে পুলিশকে । রাজ্যকে দূষণ  মুক্ত রাখতে এভাবে আর নতুন পদক্ষেপ নেবে সরকার এমনটাই জানিয়েছেন পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী

 

সম্পর্কিত খবর