এলআইসি- পলিসি সম্বন্ধে ভুল তথ্য দেওয়া , এই বিষয় নতুন নয় তবে বারবার এইভাবে গ্রাহকদের মিথ্যে কথা বলে বিপদে ফেলছে প্রতারকরা। মাঝে মাঝেই ফোন বা মেল আসে বিভিন্ন সুবিধার কথা বলে গ্রাহকদের ভুল বোঝানো হয়। কিছু মানুষ না বুঝে সেই ফাদদে পা দেন । তারপরে সাঙ্ঘাতিক একটা বিপদে পড়েন।
প্রতারকরা এল আই সি আধিকারিক, এজেন্ট সেজে গ্রাহকদের ফোন করে। আর এইভাবে সেই লোভে পরে ঘটে চলে এক একটা বিপদ। মানুষ কিছু সময় এই ফাদে পড়ে সব হারায়। তাই এইবার থেকে সেই সমস্যা যাতে আর না হয় তাই কড়া পদক্ষেপ নেওয়া হবে লাইফ ইনস্যুরেন্স অফ ইন্ডিয়ার তরফ থেকে।লাইফ ইনস্যুরেন্স অফ ইন্ডিয়ার বিভিন্ন পলিসি সারেন্ডার করিয়ে ভাল রিটার্নের প্রলোভন ্দেখানো এবং গ্রাহকদের কাছ থেকে এভাবে অনেক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা ।
এখানেই শেষ নয় ,এরপর সেই সারেন্ডার করার পলিসির টাকা ভাল রির্টানের লোভ দেখিয়ে তাদের টাকা অন্য জায়গায়ও ইনভেস্ট করানো হয়েছে । আর যাদের টাকা গেছে তারা আর সেই টাকা ফেরত পাওয়া তো দূর সেই প্রতারকদের হদিশ অব্দি পান নি। এইভাবে দিনের পর দিন লাইফ ইনস্যুরেন্স অফ ইন্ডিয়ার গ্রাহকদের নাজেহাল করে চলেছে প্রতারকরা। আর তাতে কিছু খত্রে চিন্তায় পরছেন সাধারন মানুষ , আবার কিছু সময় মানুষ বিশ্বাস হারাচ্ছেন। তাই এসব আর নতুন করে যাতে না হয় সেই কথা মাথায় রেখে এবার থেকে নতুন নিয়ম।
এই সংস্থার তরফ থেকে যে কোনও পলিসি সারেন্ডার করানোর জন্য বলা হয় না সে কথা গ্রাহকদের জানিয়েছে লাইফ ইনস্যুরেন্স অফ ইন্ডিয়া। এরকম ফোন কল না ধরার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার তরফে । এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের পলিসি রেজিষ্টার করে সেখান থেকেই সমস্ত জানার পরামর্শ দিয়েছে এই সংস্থা । আর একান্তই পলিসি সম্পর্কে জানতে হলে সেই সমস্ত এজেন্টদের কাছ থেকেই জানতে হবে, যাদের কাছে এলআইসির জারি করা আইডি কার্ড রয়েছে ।