এলআইসির বিশেষ পলিসি , মেয়ের বিয়েতে পাওয়া যাবে ২৭লাখ টাকা

এর আগে অনেক র৯কমের পলিসি এনেছেন এল আই সি। সাধারন মানুসের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার নতুন কিছু পলিসি আনে এই সংগঠন। এবার কন্যাদায়গ্রস্ত বাবাদের জন্য সুখবর। তারা মেয়ের বিয়েতে পেতে পারেন ২৭ লাখ টাকা। তবে তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।

কিছু পরিমান টাকা দিতে হবে। পলিসির মাধ্যমে প্রতিদিন ১২১ টাকা দিতে হবে, তাহলেই ২৫ বছর পর গিয়ে ওই ব্যাক্তিকে এলআইসি দেবে ২৭ লাখ টাকা। যেই টাকা দিয়ে মেয়ের বিয়ে দেওয়া যাবে।  তাই এলআইসি-র এই বিশেষ প্ল্যানের নাম রয়েছে “ কন্যাদান যোজনা”। এই পলিসি করার জন্য  কিছু নিয়ম আছে সেগুলির মধ্যে  প্রথম -পলিসিকারীর ন্যূনতম বয়স হতে হবে ৩০ বছর।

LIC 2 1

 

 

আর মেয়ের বয়স ১ বছর হতে হবে । এই প্ল্যান ২৫ বছরের জন্য, কিন্তু প্রিমিয়াম দিতে হবে ২২ বছরের জন্য। এছাড়াও  যদি পলিসিকারকের মৃত্যু হয়,  তখন তাঁর পরিবারের প্রিমিয়ামে ছাড় দিতে হবে। এছাড়াও  পলিসিকারীর মৃত্যু হলে তাঁর পরিবারকে বছর প্রতি ১ লক্ষ টাকা দেবে ওই সংস্থা। মনে রাখার বিষয় হল, এতে ওই পলিসির ওপর কোনও প্রভাব পড়বে না। ম্যাচিওরিটির পরে হাতে ২৭ লাখ টাকাই পাবে পলিসিকারীর পরিবার।

তাই এসব সুবিধার কথা মাথায় রেখেই এলআইসি এই নতুন নয়ম আনতে চলেছে। । আমাদের দেসে এরকম অনেক মানুষ আছেন তারা মেয়ের বিয়ের বয়সে বিয়ে দিতে পারেন না। তখন তাদের অনেক সমস্যা হয়, কিছু ক্ষেত্রে মেয়েদের বাবারা ধারদেনা করে তারপর তাদের বিয়ে দিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে তাও পারেন না। কিন্তু এবার থেকে এসব অসুবিধার কথা মাথায় রেখেই এই নিয়ম আনতে চলেছে এল আই সি। আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই এই নিয়ম চালু করা হবে।

সম্পর্কিত খবর