রেশন কার্ড থাকলেই এবার কেল্লাফতে! পাওয়া যাবে বাড়তি জিনিস, বড়সড় ঘোষণা সরকারের

বাংলাহান্ট ডেস্ক : করোনার সময় থেকেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার রেশনে (Ration) নানান ধরনের সুবিধা দিয়ে আসছে। তারপর দীর্ঘ সময় কেটে গেলেও এবং করোনা থেকে মুক্তি পেলেও সেই সুবিধা কিন্তু এখনো রাজ্য সরকারের তরফে চালু রয়েছে। এবার রেশনে গরিব মানুষদের সুবিধার্থে আরো অনেক সুযোগ করে দিল রাজ্য সরকার। চলুন, আজকের প্রতিবেদনে এই সুবিধার বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

জানা গিয়েছে, এখন থেকে রেশন কার্ডধারীদের সরকার বিনামূল্যে আরও ১০ কেজি রেশন দেবে। অবাক লাগছে? অবিশ্বাস্য মনে হলেও আপনি ঠিকই শুনেছেন। এই সিদ্ধান্তের ফলে ৫৭ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হলেও ১.৮০ কোটি টাকার অতিরিক্ত বোঝা সরকারের উপর বাড়বে।

প্রসঙ্গত উল্লেখ্য ,জম্মু ও কাশ্মীর প্রশাসন ‘প্রধানমন্ত্রী খাদ্য সম্পূরক প্রকল্প’ নামে যে প্রকল্প চালু করেছিল তার অধীনেই এখন থেকে দরিদ্র মানুষদেরকে কম দামে আরও ১০ কেজি রেশন দেওয়া হবে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে। এদিকে কেন্দ্র শাসিত অঞ্চলের এহেন ঘোষণার পরেই আনন্দে লাফাচ্ছেন মানুষ।

তিনি জানিয়েছেন, রাজ্যের দরিদ্র পরিবারগুলির অর্থনৈতিক বোঝা কমাতে এবং তাদের খাদ্য ও নিরাপদ পুষ্টি যোগানোর জন্য এই সুবিধাটি পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে রাজ্যের প্রতিটি মানুষকে বিনামূল্য ৪ কেজি রেশনের সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের নির্দেশে যদি ২৫ টাকা কেজি দরে ১০ কেজি রেশন দেওয়া হয় তাহলে গরিব মানুষরা উপকৃত হবেন।

ration

এ ছাড়াও জনসাধারণের সুবিধার্থে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের যুক্ত করার শেষ তারিখ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ৩০ শে জুনের পরিবর্তে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার শেষ তারিখ বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর করা হয়েছে। যদিও, এই নিয়ে বেশ কয়েকবারই রেশন ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর