ইতিমধ্যেই দেশ উত্তাল সিএএ , এনআরসি , সিএবি এবন এনপিআর নিয়ে । দেশের জনগন ক্ষেপে আছে। তাদের চিন্তা তাদের হয়তো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এর পাশাপাশি দেশের মানুষ সবাই ভাবছেন ভারত ছেরে যদিও যেতে হয় তবে কোথায় তারা গিয়ে থাকবেন। আর এর মধ্যেই আবার অন্যরকম মন্তব্য করেছে “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে”, এভাবেই তোপ দেগেছে দ্য ইকোনমিস্ট।
তাদের সাম্প্রতিকতম সংস্করণ অনুযায়ী, ভারতের ২০০ বিলিয়ন মুসলমানরা এই ভেবে ভয় পাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসাবে গঠন করতে চাইছেন। দেশ জুড়ে যখন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন চলছে , আর ঠিক সেই সময় সেই নাগরিকত্ব বিতর্ক তথা হিন্দুত্ববাদের ধারণাকে আরও একটু উস্কে দিল তারা।
গত বৃহস্পতিবার এই প্রচ্ছদটি টুইট করে লিখেছে: “জানুন ভারতের প্রধানমন্ত্রী এবং তাঁর দল কীভাবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে বিপন্ন করছে।” এর পাশাপাশি এও বলা হয়েছে আশির দশকে রাম মন্দিরের আন্দোলনের মাধ্যমে বিজেপির উত্থানকে চিহ্নিত করে প্রবন্ধটি যুক্তি দেখিয়েছে যে “নরেন্দ্র মোদি এবং বিজেপি ধর্মীয় রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিকভাবে লাভবান হতে পারে”। এর মধ্যে এই কথায় অনেকের মনে হতেই পারে হতাত কেন এরকম কথা বলাক হয়েছে দেশের প্রধানমন্ত্রীর সম্পরকে।
এখন দেকার বিসষ এই নিয়ে বিরোধী দল তাদের কি মতামত। সব মিলিয়ে আবার একটা অন্যরকম পরিস্থিতি হতেই পারে বলে মনে করা হচ্ছে । কিন্তু এই নিয়ে একনো অব্দি দদেশের প্রধানমন্ত্রীর কিছু কতা আম্র শুনতে পাইনি। দেশের এই পরিস্থিতিতে এরকম্ভাবে একের পর এক কান্ড ঘটে চলেছে। তারপর এই নিয়ে একে একে নানান মন্তব্য হয়ে চলছে, সব মিলিয়ে এর অন্তিম পরিনতি কি হবে তা এখন বলা কুব মুশকিল।