প্রায় তিন ধরনের করোনা ভ্যাকসিন নিয়ে চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা, শীঘ্রই আসবে জনগণের হাতে

বাংলাহান্ট ডেস্কঃ গোটা বিশ্ব করোনা ভাইরাসের (Covid-19) আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে। ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ২০১৯ সালে এই ভাইরাসের দেখা মিললেও, এখনও অবধি এই ভাইরাসের সঠিক প্রতিষেধক বাজারে পাওয়া যায়নি। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সম্ভাব্য প্রতিষেধকের মাধ্যমে সাময়িকভাবে কিছু মানুষকে সুস্থ করা গেলেও, সম্পূর্ণ সেরে উঠতে বেশ কিছুটা সময় লাগছে।

চলছে করোনা ভ্যাকসিন প্রস্তুতির কাজ
বিভিন্ন দেশ এই ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজে নিযুক্ত থাকলেও, এখনও অবধি সঠিক ভ্যাকসিনের বাজারে মুক্তি ঘটেনি। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন সহ করোনা ভ্যাকিস্ন তৈরিতে সচেষ্ট থাকলেও, এখনও তা পরীক্ষা করা হচ্ছে। আবার বেশ কয়েকটি দেশে এই ভ্যাকসিনকে বাজারে আনবার জন্য চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিও।

corona virus Vaccine e1588172320421

ব্রিটেনে চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা
মানুষকে আশার আলো দেখিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, খুব শীঘ্রই বাজারে করোনা ভাইরাসের সঠিক ভ্যাকসিন বের করা সম্ভব হবে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা সংস্থা ‘অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন’ নামে একটি করোনা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। এই ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মানুষের উপর সফলভাবে পরীক্ষার পর এখন তৃতীয় পর্যায়ের পরীক্ষা বাকি রয়েছে।

পিছিয়ে নেই চীন, অস্ট্রেলিয়াও
চীনা ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোভাক বায়োটেকও দাবী করেছে তারা করোনার ভ্যাকসিন প্রস্তুতের খুব কাছাকাছি রয়েছে। আবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ও জানিয়েছে, তাঁদের বিজ্ঞানীরা ১০০ বছরের পুরনো একটি টিবি ড্রাগ থেকে করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় রয়েছে।

corona vaccine 1 1

ভ্যাকসিন আসতে চলেছে খুব শীঘ্রই
তবে কিছু কিছু ভ্যাকসিন আবার ভাইরাসকে সম্পূর্ণ নির্মূল করতে না পারলেও, মানুষের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সক্ষম হবে। তবে বিজ্ঞানীরা আশা করছেন, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই এই মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারজাত করা সম্ভব হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর