আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা আগামী পাঁচদিন ঝড়বৃষ্টি রাজ্যজুড়ে

বাংলা হান্ট ডেস্ক : এ বৃষ্টিপাত প্রাক বর্ষার জেরে নয়। নিম্নচাপ অক্ষরেখার কারনে মুর্শিদাবাদ বীরভূম জুড়ে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা।
9e5c2 img 20190603 wa0018
সোম মঙ্গল বুধ বৃহস্পতি বীরভূম ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের আশঙ্কা। পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।এ বৃষ্টিপাত বর্ষা বয়ে আনার কোনো সম্ভাবনাই দেখাচ্ছেনা বরং নিম্নচাপই মুখ্য কারণ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির জেরে আগামী দুদিনে তাপমাত্রা অনেকটাই কমতে পারে। রাজ্যের মানুষ প্রচন্ড গরমের হাত থেকে বেশকিছু দিনের মত পেতে পারে মুক্তি।কেরল অঞ্চলে বর্ষা ঢুকবে ৬ই জুন আর রাজ্যে বর্ষার জন্য বৃষ্টিপাত শুরু হতে প্রায় জুনের তৃতীয় সপ্তাহ।


সম্পর্কিত খবর