বাংলাহান্ট ডেস্ক, পূর্ব মেদিনীপুর
মঙ্গলবার খেজুরীতে দিনভর চললো উত্তেজনা।বিজেপি কর্মীকে মারধরকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় । মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল দশটা নাগাদ খেজুরীর আলিপুর বাজারে পথ অবরোধ করলো বিজেপি । যদিও ঘণ্টা দুয়েক পর অবরোধ তুলে নেওয়া হয় বিজেপির তরফে ।
বিজেপির অভিযোগ, খেজুরি দক্ষিণ বোগা গ্রামের বিজেপি কর্মী তপন মাইতিকে গভীর রাতে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় তপন মাইতির অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ।এই ঘটনার প্রতিবাদে আলিপুর বাজারে হিজ্লি জাওয়ার রাস্তা অবরোধ করে বিজেপির কর্মীরা । এর পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মীরা । পরে পুলিশের হস্তক্ষেপে এই অবরোধ তুলে নেওয়া হয় । এরপরই বিকেলে খেজুরী বিদ্যাপীঠ মোড়ে একটি বিক্ষোভ সভার আয়োজন করে বিজেপি । এই সভায় ছাত্র বিশ্বজিৎ পাত্রের ছবিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয় । এছাড়াও এই সভায় যোগ দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দোপাধ্যায়, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী , যুব নেতা অরূপ দাস সহ স্থানীয় নেতৃত্বরা।সভা থেকেই বিজেপি দাবী করে , ছাত্র মৃত্যুতে দোষীদের গ্রেপ্তার না করে আড়াল করার চেস্টা করছে পুলিস । এছাড়াও এই ছাত্র মৃত্যু ঘটনায় তৃণমূল রাজনীতি করছে বলে অভিযোগ। এপ্রসঙ্গে খেজুরীর বিধায়ক রণজিৎ মন্ডল বিজেপির অভিযোগ উড়িয়ে বলেন , আজকের সভা ও বাইরে থেকে লোক নিয়ে এসে উত্তেজনা করতে চাইছে বিজেপি ।এই ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক । পুলিসকে আমরা জানিয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক । যদিও এই ঘটনায় ক্ষুব্ধ মৃত বিশ্বজিৎ এর বাবা শংকর পাত্র । তাঁর অভিযোগ, ছেলের মৃত্যু নিয়ে রাজনীতি হোক , গন্ডগোল বা অশান্তি হোক চাইনা । যারা দোষী তাদের দ্রুত পুলিস গ্রেপ্তার করুক । এদিন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন বিশ্বজিতের মা লক্ষীরানী পাত্র । তার অভিযোগ ,নিখোঁজ ডায়েরি করার পর পুলিস তৎপর হলে ছেলেকে জীবিত অবস্থায় পেতেন।যদিও এই ঘটনায় তালপাটি ঘাট কোস্টাল থানার পুলিস শুকদেব প্রধানকে গ্রেপ্তার করেছে ।মঙ্গলবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাকে চারদিনের পুলিস রিমান্ডে পাঠায় ।