জোটের মুখ হওয়ার দৌড়ে নেই মমতার নাম! কত নম্বরে বাংলার নেত্রী? লিস্ট দেখে মাথায় হাত তৃণমূলের

বাংলা হান্ট ডেস্ক : বছর ঘুরলেই লোকসভা ভোটের (Lok Sabha Election) দামামা। কিভাবে মোদী (Narendra Modi) ঝড় থামানো যায় তার চিন্তায় অস্থির বিরোধী জোট। এই আবহে দিন কয়েক আগেই দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ‘ইন্ডিয়া’ জোটের (India Alliance) বৈঠক। ভোট বৈতরণী পার করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা সারা হলেও জোটের ‘প্রধানমন্ত্রী’ মুখ বা আসন বন্টনের মত ইস্যুতে কোনও সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

দিন কয়েক আগে অনুষ্ঠিত হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এ তো গেল দলীয় নেতৃত্বদের ইচ্ছের কথা। তবে গুরুত্ত্বপূর্ন বিষয় হল সাধারণ মানুষ কাকে চাইছে? সেই তালিকায় কি রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাহুল নীতিশই বা তালিকার কোথায় রয়েছেন?

   

একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে জোটের সমর্থন করেন এমন ৩৪ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বিরোধী জোটের মুখ হিসেবে দেখতে চান। সেখানে ১৩ শতাংশ মানুষের ভোট গেছে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দিকে। যেখানে বিহারের জেডিইউ নেতা নীতিশ কুমারের ঝুলিতে এসেছে ১০ শতাংশ ভোট। এবং এরপরেই স্থান পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর ঝুলিতে এসেছে ৯ শতাংশ ভোট।

আরও পড়ুন : তৃণমূল-তৃণমূল লড়াই তুঙ্গে! ‘ফাইল খুললে পালানোর পথ পাবেন না!’ অর্জুনকে হুমকি সোমনাথের

একইসাথে এবিপি-সি ভোটার জনমত সমীক্ষায় একটি প্রশ্ন রাখা হয়েছিল যে, মোদী বা রাহুলের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইবেন সাধারণ মানুষ? জবাবে যা উঠে এসেছে তা সত্যিই চমকানোর মত। সমীক্ষা বলছে দেশের ৫৯ শতাংশ মানুষ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই মসনদে দেখতে চান। সেখানে রাহুল গান্ধী পেয়েছেন ৩২ শতাংশ মানুষের সমর্থন। যেখানে ৪ শতাংশ মানুষ কাউকেই ভোট দিতে চাননি।

আরও পড়ুন : উষ্ণ বড়দিনে কুয়াশার মোড়া শহর, বর্ষবরণের আগেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টির তাণ্ডব? IMD রিপোর্ট

india alliance sixteen nine

একইসাথে এই সমীক্ষায় প্রশ্ন রাখা হয়েছিল, বাংলার মানুষ কাকে সমর্থন করবেন? এখানেও রাহুল গান্ধীকে গুনে গুনে গোল দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৫ শতাংশ মানুষ বলছেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য প্রার্থী। সেখানে ৩ শতাংশ মানুষ বলেন এই দুজনের কাউকেই চাননা তারা। এবং ৩ জন মানুষ বলেন এই বিষয়ে তাদের কোনও মতামত নেই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর