বাংলা হান্ট ডেস্ক : গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা দল সিরিয়ার ইদলিবে জঙ্গি ডেরায় হানা দিয়ে আইসিস প্রধান আবু বকর আল বাগদাদির নিকেশ করেছে৷ এর পর তুরস্ক সরকারের তরফ থেকে আল বাগদাদির দিদি অসমিয়ার সন্ধানে হন্যে হয়ে অভিযান চালায়৷ তবে দীর্ঘ কয়েক দিনের অভিযানের পর অবশেষে বাগদাদির দিদিকে সিরিয়া থেকে আটক করতে সক্ষম হলেও তুরস্ক সরকার৷
তুরস্কের একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে আইসিস কার্যকলাপে বাগদাদির মতো যুক্ত ছিলেন তাঁর দিদির রসমীয়া তাই তাঁর সন্ধানে মরিয়া হয়ে উঠেছিল তুরস্ক সরকার৷ সূত্রের খবর তিনি নাকি উত্তর পশ্চিম সিরিয়ায় আইসিসের দেখভালের দায়িত্বে ছিলেন, দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন অবশেষে তুরস্কের একটি গোপন ডেরা থেকে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়েছে৷
বাগদাদির দিদির সঙ্গে তাঁর স্বামী নাতনি ও পাঁচ সন্তানকেও গ্রেফতার করা হয়েছিল যদিও বাকিদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে৷ কিন্তু এখনও অবধি রস মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তুরস্ক সরকার৷ উল্লেখ্য গত সপ্তাহের শনিবার মার্কিন বিমান হামলায় মৃত্যু হয়েছে আইসিস প্রধান আবু বকর আল বাগদাদির৷
দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আবু বকরকে হাতে পাওয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় অবশেষে গত সপ্তাহের শনিবার অভিযান সফল সম্ভব হয়েছে৷