ধূমপানকারীদের উপর বেশি আক্রমক করোনা ভাইরাস: জানালেন চিকিৎসকরা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা(corona) যেন সারা বিশ্বকে গ্রাস করেছে। এই ভাইরাসের জেরে বন্ধ হচ্ছে অনেক কিছুই। চীনে(china) ম’হামা’রী রূ’প নেওয়ার পর বিশ্বব্যা’পী ছ’ড়িয়ে পড়ছে প্রা’ণঘা’তী করোনা ভা’ই’রাস। এরই মধ্যে বিশ্বের ৯৮(98) টি দেশ ও অঞ্চলে ছ’ড়িয়ে পড়েছে এই ভাই’রাস এরই মধ্যে এক লাখ ৫(5) হাজারেরও বেশি মানুষ আক্রা’ন্ত হয়েছে এই ভাই’রাসে। মৃ’ত্যু হয়েছে ৩(3) হাজার ৫৯৫(595) জন।

জানা গিয়েছে,  চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এই ভাই’রাস প্রা’ণঘা’তী করোনা ভাই’রাসে নারী ও শি’শুদের তুলনায় পুরুষের মৃ’ত্যুর হার বেশি। চাইনিজ সে’ন্টার’স অব ডি’জি’জ ক’ন্ট্রো’লের পরিসং’খ্যান বিশ্লে’ষণ করে এ ত’থ্য দিয়েছে বিবিসি।

istockphoto 467579433 612x612 1
burning cigarette with smoke on black background

এক্ষেত্রে ৪৪ (44) হাজার রোগীর ত’থ্য বিশ্লে’ষণ করেছে সংবাদমাধ্যমটি। এই রোগীদের যারা মা’রা গেছেন তাদের মধ্যে ২.৮(2.8) শতাংশ পুরুষ, নারী ১.৭(1.7) শতাংশ। বিপরীতে শি’শু ০.২(0.2) শতাংশ। সবচেয়ে বেশি মা’রা যাচ্ছে বয়স্ক মানুষ, প্রায় ১৫(15) শতাংশ। সাধারণ ফ্লু’ যখন ছ’ড়িয়ে পড়েছিল, তখনও একই অবস্থা দেখা গেছে। চিকিৎসকেরা বলছেন, লাই’ফস্টা’ইলের কারণে এই পার্থক্য। পুরুষেরা এমনিতে বাইরে বেশি ঘো’রাফে’রা করেন, তার ওপর অনেকে আবার ধূম’পান করেন। যার কারণে ফু’সফু’সের ক্ষ’তি তাদের বেশি হয়। আর এই ধরনের ভাই’রাস ফু’সফু’সকেই আগে আ’ক্র’মণ করে।চীনে বেশি পুরুষ মা’রা যাওয়ার কারণও এই ধূমপান।

দেশটির ৫২(52) শতাংশ পুরুষ ধূ’মপান করেন। সেখানে নারীদের মধ্যে এই অ’ভ্যাস আছে ৩ (3)শতাংশের।এসবের পাশাপাশি নারীদের ই’নফে’কশন প্র’তিরো’ধ-ব্যবস্থাও আলাদা। পূর্ব আঞ্জলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পল হান্টার বলেন, ‘ফ্লু’ প্র’তিরো’ধে নারীদের শরীর ভ্যা’কসি’নের ক্ষেত্রে ভালো অ্যা’ন্টিব’ডি উৎ’পন্ন করে।’ শি’শুদের কম আ’ক্রা’ন্ত হওয়ার পেছনে কিং’স কলেজ লন্ডনের ডাক্তার নাথালি ম্যাকডার্মটের যু’ক্তি, ”ম’হামা’রি ছ’ড়িয়ে পড়ার পর মা-বাবা সবার আগে শি’শুদের বাড়তি য’ত্ন নেয়। তাদের সু’স্থতার জন্য এটি একটি কারণ।”

সম্পর্কিত খবর