কলেজে রাজনৈতিক জমি তৈরি করতে মরিয়া ABVP

Published On:

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ নদিয়ার তেহট্ট গভর্মেন্ট কলেজের সার্বিক উন্নয়ন ও কলেজে উন্নতর শিক্ষাব্যাবস্থা গঠনের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেহট্ট গভর্মেন্ট কলেজে সংসদ পরিচনার গুরুদায়িত্ব নিতে চাই। আমরা সকলেই জানি এই কলেজ 2015 সালে তৈরী হয়েছে,অর্থাৎ 5 বছরে পদার্পন করেছে।

তাই স্বাভাবিক ভাবেই কলেজ নির্বাচন নিয়মানুযায়ী 2 বছর আগেই কলেজ নির্বাচন হওয়ার দরকার ছিল, কিন্তু তা করানো হয়নি। আর সেই কারণে TMCP এর কিছু ছেলেরা অলিখিতভাবে, জোরপূর্বক ছাত্র সংসদ দখল করে ছাত্র ভর্তির সময় তোলাবাজি, ছাত্রীদের ইভটিজিং, কুপ্রস্তাব ইত্যাদি একাধিক সমাজবিরোধী কাজে লিপ্ত থাকে।ফলে ছাত্র ছাত্রীদের দীর্ঘদিনের ক্ষোভ জন্ম নেই TMCPএর ওপর।

আর তাই আজ তেহট্ট গভর্মেন্ট কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের কিছু দাবিদাবা নিয়ে বিদ্যার্থী পরিষদের গৈরিক ধ্বজ উত্তোলন করেছে।

X