বাংলাহান্ট ডেস্ক : বালুরঘাট থেকে দিঘা (Digha) এবার মাত্র কয়েক ঘন্টার পথ। চালু হয়ে গেল বালুরঘাট থেকে দিঘাগামী (Digha) এসি ভলভো বাস। শুক্রবার নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পাশাপাশি উদ্বোধন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পরিবহণ নিগমের ডিরেক্টর, প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ নিগমের প্রাক্তন ডিরেক্টরও।
বালুরঘাট থেকে দিঘাগামী (Digha) এসি বাস চালু
পরিবহণ নিগমের চেয়ারম্যান এদিন বলেন, দীর্ঘদিন ধরেই এখানকার মানুষ দিঘাগামী বাস চালু করার দাবি জানাচ্ছিলেন। এমনকি জেলার জনপ্রতিনিধিরাও তাঁকে এ বিষয়ে জানিয়েছিলেন। শেষমেশ দিঘাগামী (Digha) বাস চালু করা হয়েছে স্থানীয়দের জন্য। এতে এখানকার মানুষদের খুবই সুবিধা হবে বলে মন্তব্য করেন তিনি।
কবে কবে চলবে এই বাস: জানা যাচ্ছে, সপ্তাহে দুদিন করে চলবে এই বাস। মঙ্গল এবং শনিবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে বালুরঘাট থেকে ছাড়বে বাসটি। অন্যদিকে দিঘা (Digha) থেকে আবার বুধ এবং রবিবার দুপুর দুটো নাগাদ বালুরঘাটের উদ্দেশে রওনা হবে ভলভো এসি বাস। থাকছে বিশেষ সুবিধাও।
আরও পড়ুন : করোনার আগের সুবিধা ফিরছে! ফের কবে থেকে বিপুল ছাড়ে রেলে সফর করতে পারবেন প্রবীণ নাগরিকরা?
কত রাখা হয়েছে ভাড়া: প্রথম দু মাস ভাড়ায় থাকছে বিপুল ছাড়। বাস ভাড়া ১৫৬০ টাকা হলেও প্রথম দু মাস ছাড় দিয়ে লাগবে মাত্র ৯৬০ টাকা। তবে দু মাস পরেও ছাড় থাকবে বলে জানা যাচ্ছে। অনলাইন এবং অফলাইন দুভাবেই কাটা যাবে টিকিট। পাশাপাশি বালুরঘাট (Balurghat) থেকে শিলিগুড়িগামী বাসও চালু হয়েছে। এটি অবশ্য নন এসি। প্রতিদিন সকাল পাঁচটায় বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়বে। শিলিগুড়ি পৌঁছাবে দুপুরে। তারপর ফের বালুরঘাট ফিরবে। এই বাসের ভাড়া নির্ধারণ হয়েছে ২২২ টাকা।
আরও পড়ুন : মৃত্যুর পরেও বেঁচে ওঠা সম্ভব! নিয়তিকে চ্যালেঞ্জ জানিয়ে শুরু বিরাট কর্মযজ্ঞ, খরচ কত পড়বে জানেন?
নিগমের চেয়ারম্যান আরও জানান, বালুরঘাট থেকে আরও বেশ কিছু বাস চালু করার পরিকল্পনা রয়েছে। বোর্ড অফ ডিরেক্টর বলেন, বাসস্ট্যান্ডের নিজস্ব বিল্ডিংটিও বাণিজ্যিক ভাবে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।