ঝক্কির দিন শেষ, বনগাঁ লোকালেও এবার AC! ভাড়া কত জানেন?

Published on:

Published on:

Ac local Train at Bongaon Know how much the rent is

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে এবার চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন (AC local Train)। সূত্রের খবর, শিয়ালদহ (Sealdah) মেন লাইন ও বনগাঁ (Bangaon) শাখায় এই পরিষেবা শুরু হতে পারে। এমনকি রাজ্যে এসে এই ট্রেন উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই খবর জানাজানি হতেই এখন প্রশ্ন, কবে থেকে শুরু হবে এই যাত্রা ?

কবে চালু হচ্ছে বনগাঁয় Ac লোকাল? জানুন তার সমস্ত আপডেট (AC local Train)

জানা গেছে, আগামী ১৮ জুলাই উদ্বোধন হতে পারে এই এসি লোকাল ট্রেন দুটির পথচলা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিতে যোগদান করতে পারেন। পাশাপাশি, ওই একই দিনে বাংলায় আরো একটি নতুন ট্রেনের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এবার থেকে কলকাতা-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটি শনি ও সপ্তাহে দুদিন চলবে। কলকাতা-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি কলকাতা-রানাঘাট-মুর্শিদাবাদ-আজিমগঞ্জ হয়ে মালদহে যাবে।

ভাড়া কত হবে Ac লোকাল ট্রেনের?

এই এসি লোকাল ট্রেনের (Local AC train) সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা। শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া পড়বে ৫৬ টাকা। নৈহাটি পর্যন্ত খরচ পড়বে ৮৫ টাকা। রানাঘাট পর্যন্ত ১১৩ ও কৃষ্ণনগর পর্যন্ত যেতে এই ট্রেনের ভাড়া পড়বে ১৩২ টাকা। এই ট্রেনে শিয়ালদহ থেকে বনগাঁ যেতে খরচ পড়বে ১১৩ টাকা। এবং গোবরডাঙার পর্যন্ত ভাড়া পড়বে ৯৯ টাকা। পাশাপাশি, এই ট্রেনে মিলবে আরও পরিষেবা। মেট্রোর মতন স্টেশন এলেই এসি লোকাল ট্রেন গুলির দরজা খুলবে। পাশাপাশি প্রতিটি কামরায় থাকবে ক্যামেরা। যার ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা হবে না যাত্রীদের। এছাড়াও থাকবে টকব্যাকও।

Ac local Train at Bongaon Know how much the rent is

আরও পড়ুন:  গ্যাস-অম্বলের সমস্যায় নাজেহাল? প্রতিদিনের রান্নায় এই ৩ টে জিনিস ব্যবহার করলেই ঘটবে ম্যাজিক

এছাড়াও জানা গেছে, এসি লোকাল ট্রেন (Ac local Train) দু’টি গ‌্যালপিংভাবে চলবে। অন্য়দিকে অনেক আগেই কারসেডে এসে পড়ে রয়েছে একটি এসি লোকাল। প্রশ্ন সেটি পড়ে থাকার পরও কেন চালানো যাচ্ছে না ট্রেনটি। এই প্রশ্নের পরই, রাজনৈতিক ব‌্যক্তিত্বের উপস্থিতিতে এই ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। ফলে প্রধানমন্ত্রীর (Prime Minister) হাত ধরেই এই ট্রেন দুটির সূচনা হতে পারে। এছাড়া, এসি লোকাল ট্রেন ও নতুন কলকাতা-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সূচি সম্পর্কে এখনো কিছু জানা হয়নি। পাশাপাশি এই ট্রেনের ভাড়া কত হবে সেই বিষয়েও সরকারিভাবে কিছু বলা হয়নি। তবে খুব শিগগিরই এর তালিকা প্রকাশ করা হবে বলে খবর রেল দফতরের।