বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে নিত্যযাত্রীদের জন্য সুখবর। পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আরও কয়েকটি স্টেশনে দাঁড়াবে এসি লোকাল ট্রেন (Ac Local Train)। শিহালদহ-রানাঘাট এসি লোকাল ও শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল এবার দাঁড়াবে অতিরিক্ত স্টপেজে। শিয়ালদা ও রানাঘাট এসি লোকাল দাঁড়াবে বেলঘড়িয়া ও শ্যামনগরে। ১৫ সেপ্টেম্বরে পর থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে।
নতুন স্টপেজ পেল এসি লোকাল, তালিকায় অশোকনগর ও বেলঘরিয়া (Ac Local Train)
সম্প্রতি চালু হয়েছে শিয়ালদহ- রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ- রানাঘাট এসি লোকাল। এই ট্রেনগুলো নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নিল পূর্ব রেল। যাত্রীদের আবেদন ও সারা পেয়ে ট্রেনগুলিতে বাড়ানো হচ্ছে স্টপেজের এর পরিমাণ (Ac Local Train)। আর এই খবর জানা জানি হওয়ার পর এসি লোকালের যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
যদিও বর্তমানে, তিনটে রুটে এসি লোকাল পরিষেবা চলছে। সেই তিনটা রুট হল- শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট, শিয়ালদহ-কৃষ্ণনগর। এই রুট গুলিতে যাত্রী সংখ্যা ভালো হওয়ায়। এবার ধীরে ধীরে স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। যদিও অশোকনগর স্টেশনে ট্রেন থামানোর দাবি প্রথম থেকে করা হয়েছে। এবার সেই দাবিকে মান্যতা দিয়ে যাত্রীদের জন্য আরও স্বস্তি আনলো রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: পার্লার নয়, বাড়িতেই কেরাটিন ট্রিটমেন্ট! তিসি দিয়ে পুজোর আগে চুলে আনুন উজ্জ্বল সৌন্দর্য
তবে এই নতুন স্টপেজ গুলোর বিষয়ে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবে এক মাস চালু থাকবে। এই সময় দেখা হবে কতজন যাত্রী এই সুবিধা নিচ্ছেন। যাত্রী সংখ্যা সন্তোষ জনক হলে পরবর্তীকালে এটিকে স্থায়ীভাবে চালু করার কথা ভাববে পূর্ব রেল (Eastern Railway)। এই এক মাসের জন্য মান্থলি টিকিট চালু করা হবে না।
যদিও, এই ট্রেন অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের জন্য বড় স্বস্তি বয়ে নিয়ে আনে। বিশেষ করে শহরতলী স্টেশনগুলি যাত্রীরা এখন আরো সহজে আরামদায়কভাবে এই এসি লোকাল ট্রেনে পরিষেবা পাচ্ছে। এর ফলে যাতায়াত আরও মসৃণ হচ্ছে। তবে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর ও রানাঘাট লাইনে এসি লোকাল অনেকদিন আগে চালু হয়েছে। আর কত শুক্রবার থেকে চালু হয়েছে শিয়ালদহ বনগাঁ এসি লোকাল। এই ট্রেনটিতে জেনারেল ট্রেনের মতোই ভিড় দেখা দিচ্ছে। এর ফলে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। বহু যাত্রী বলেছেন, এর থেকে জেনারেল ট্রেন ভালো ছিল। কারণ ট্রেনের দরজা-জানলা বন্ধ থাকার ফলে শ্বাসকষ্ট ও দম বন্ধের মতন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। তবে এই অভিযোগের পর আগামী দিনে এসি লোকালের (Ac Local Train) সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে রেল।