কলকাতাবাসীর জন্য সুখবর! শিয়ালদহ টু বনগাঁ, কৃষ্ণনগর লাইনে চালু হচ্ছে এসি লোকাল, ভাড়া কত?

Updated on:

Updated on:

Ac Local Train good news for passengers AC local facilities will be available on Sealdah line

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। পুজোর আগে আরও দুটি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল ট্রেন (Ac Local Train)। এবার শিয়ালদা থেকে বনগা হয়ে রানাঘাট পর্যন্ত পৌছবে এই নতুন এসি লোকাল। এর পাশাপাশি শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত মিলবে এই নতুন ট্রেনের পরিষেবা। এছাড়াও আরো দুটি রুটে চালু হতে চলেছে এসি লোকাল।

যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ লাইনে মিলবে এসি লোকালের সুবিধা (Ac Local Train)

পুজোর আগেই বড় উপহার। শিয়ালদহ ডিভিশনে চালু হতে চলেছে আরো দুটি শাখার এসি লোকাল (Ac Local Train)। এমনটাই জানালো পূর্ব রেল। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে এই এসি লোকাল ট্রেনে যাত্রীদের ব্যাপক সাদা মিলেছে। যার কারণবশত এই উৎসবের আবহের মরশুমে আরও দুটি এসি লোকাল চালানোর কথা ভাবছে পূর্ব রেল। এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়ে গিয়েছে (Ac Local Train)।

সোমবার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন শিয়ালদহের ডিআরএম। ওই বৈঠকে তিনি জানান, এবার শিয়ালদা ও বনগাঁ রুটে ছুটবে এসি লোকাল। এছাড়াও শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আরো একটি এসে লোকাল (Ac Local) চলবে।

Ac Local Train good news for passengers AC local facilities will be available on Sealdah line

আরও পড়ুন: গ্রাহকদের আস্থা বাড়াতে রুপোর গয়নাতেও আসছে ইউনিক কোড ব্যবস্থা

শিয়ালদা থেকে বনগাঁ এসি লোকালে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ভাড়া নির্ধারিত করা হয়েছে ৩৫ টাকা। মধ্যমগ্রাম ও বারাসাতে ভাড়া করা হয়েছে ৬০ টাকা, দত্তপুকুর ৮৫ টাকা, হাবরা ৯০ টাকা, গোবরডাঙ্গা ও ঠাকুর নগর পর্যন্ত ভাড়া করা হয়েছে ১০২ টাকা। শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত এসি লোকালের ভাড়া থাকছে ১২০ টাকা। বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদহ থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া ৩৫ টাকা। শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া ১২০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে ১৫০ টাকা।

এছাড়াও রেলের তরফ থেকে জানানো হয়েছে, নতুন দুটি এসি লোকাল সকাল ৯ টা ৪৮ শিয়ালদহ থেকে ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছাবে বেলা ১২ টা ০৭ মিনিটে। অন্যদিকে দুপুর ১:৩০ টার কৃষ্ণনগর থেকে এই এসি লোকাল ছাড়বে যা শিয়ালদহে পৌঁছাবে দুপুর ৩:৪০ মিনিটে। বনগাঁ শাখার ক্ষেত্রে যে নতুন এসি লোকালটি শুরু করা হচ্ছে। সেটি বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল ৭:১১ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। বনগায় গিয়ে পৌছবে ৭:৫২ মিনিটে। তারপর সেখান থেকে ৯:৩৭ শিয়ালদহ স্টেশনে। আবার সন্ধ্যে ৬:১৪ মিনিটে শিয়ালদহ থেকে এই এসি লোকালটি (Ac Local) রাত্রি ৮:০৪ মিনিটে বনগায় পৌছবে। সেখান থেকে ৮:৪১ মিনিটে রানাঘাটে পৌঁছবে।