পুজোর আগেই চালু হচ্ছে AC লোকাল? এক নজরে দেখে নিন ভাড়ার তালিকা

Published on:

Published on:

AC local train will run on Sealdah-Ranaghat line from Monday 11aug 2025

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব ভারতের যাত্রী পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। এই প্রথমবার শিয়ালদা-রানাঘাট লাইনে চালু হচ্ছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন (AC Local Train), যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে করবে আরও আরামদায়ক, ঝকঝকে ও আধুনিক। রেল সূত্রে জানা গেছে, আসন্ন সোমবার থেকেই এই নতুন ট্রেন চলাচল শুরু করবে।

কি কি সুবিধা রয়েছে এসি লোকাল ট্রেনে (AC Local Train)?

নতুন এই এসি লোকাল ট্রেনটিতে (AC Local Train) থাকছে ১২টি পূর্ণবাতানুকূল কামরা, প্রতিটি তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে। ট্রেনটি দেখতে অনেকটাই মেট্রোর মতো এবং যাত্রী সুবিধাও তেমনই। এই ট্রেনে থাকছে-

  • স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা
  • এক কামরা থেকে অন্য কামরায় যাতায়াতের ব্যবস্থা,
  • সিসিটিভি নজরদারি
  • জিপিএস-নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম
  • অ্যালুমিনিয়ামের মালপত্র রাখার তাক

প্রতিটি কামরায় রয়েছে ১১২৮টি আসন ও দাঁড়ানোর জায়গা, এবং ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১১০ কিমি প্রতি ঘণ্টা। গ্রীষ্মের গরমে রোজকার যাতায়াতের কষ্ট কমাতে উচ্চক্ষমতাসম্পন্ন এই এসি লোকাল ট্রেন সাধারণ যাত্রীদের জন্য সবচেয়ে বড় পাওয়া বলে মনে করছেন অনেকে।

ভাড়া কত? জানুন রুটভিত্তিক ভাড়ার তালিকা

নতুন এই পরিষেবার জন্য নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে রেলের পক্ষ থেকে। এক ঝলকে দেখে নিন কোন রুটে কত টাকা ভাড়া।

  • শিয়ালদা–দমদম: ₹৩৫ (মাসিক পাস ₹৬২০)
  • শিয়ালদা–ব্যারাকপুর: ₹৬০ (মাসিক পাস ₹১২৭৫)
  • শিয়ালদা–নৈহাটি: ₹৯০ (মাসিক পাস ₹১৮১০)
  • শিয়ালদা–রানাঘাট: ₹১২০ (মাসিক পাস ₹২৪৩০)

রেলের তরফে দাবি করা হয়েছে যে, এই ট্রেন কলকাতা ও শহরতলির হাজার হাজার অফিসযাত্রীদের জন্য সুবিধাজনক হবে। বিশেষ করে যাঁরা রোজ গরমে ঠাসাঠাসি ট্রেনে যাতায়াত করেন, তাঁদের স্বস্তি দেবে এই এসি লোকাল পরিষেবা।

AC local trains will run on Sealdah-Ranaghat line from Monday 11aug 2025

আরও পড়ুনঃ ‘ভয় পেয়েছেন মাননীয়া!’ নবান্ন ঘেরাওয়ের আগে গায়েব মুখ্যমন্ত্রী, কটাক্ষের ঝড় তুললেন শুভেন্দু

মুম্বই ও চেন্নাইয়ের পর এবার কলকাতার লোকাল ট্রেন পরিষেবায় এসি ট্রেনের (AC Local Train) সংযোজন এক বড় অগ্রগতি। পরিবহণ ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রেলের এই পদক্ষেপ বিশেষজ্ঞদের মতে সময়োপযোগী এবং শহরের যাত্রী চাপ সামলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার, যাত্রীরা এই নতুন অভিজ্ঞতাকে কতটা গ্রহণ করেন।