নতুন জিএসটি কার্যকর হতেই হু হু করে কমল দাম, উৎসবের মরশুমে ঘর সাজান নতুন এসিতে! কত সাশ্রয় হবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সোমবার থেকেই কার্যকর হয়েছে নতুন জেনারেশন জিএসটি (GST)। পণ্য এবং পরিষেবা করের নতুন স্ল্যাবের হাতে বিরাট রদবদল হওয়ায় বহু জিনিসের দাম কমে গিয়েছে। এর মধ্যে যেমন রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তেমনই রয়েছে বেশ কিছু বিলাসবহুল পণ্যও। এমনকি নতুন জিএসটির (GST) হারে দাম এসিরও। তাই যারা ভালো এসি কেনার ভাবনাচিন্তা করছিলেন তাদের জন্য এটাই ভালো সময়।

নতুন জিএসটি (GST) হারে ব্যাপক সাশ্রয় বৈদ্যুতিক পণ্যে

বিশেষজ্ঞরা বলছেন, নতুন জিএসটির (GST) হারে এসি, লার্জ স্ক্রিন টিভির দাম অনেকটাই কমে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, ৫৫-৬৫ ইঞ্চির মাঝারি মানের টিভির দাম ৩৪০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে। বিশেষ করে প্রিমিয়াম টিভির ক্ষেত্রে সবথেকে বেশি লাভ পাওয়া যাবে বলে মত বিশেষজ্ঞদের।

AC price went down after new gst

কত ছাড়া মিলবে এসিতে: দাম কমছে এয়ার কন্ডিশনারেরও। জানা যাচ্ছে, স্প্লিট এসির দাম কমতে পারে ২৮০০-৫৯০০ টাকা পর্যন্ত। দাম কমবে উইন্ডো এসিরও। প্রায় ৩৪০০ টাকা পর্যন্ত দাম কমতে পারে উইন্ডো এসির। ৩৫ হাজার টাকার এসি কিনলে আগে জিএসটি (GST) পড়ত ২৮ শতাংশ। তবে জিএসটির নতুন সংস্করণে হার কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশ।

আরও পড়ুন : বাজার ছেয়ে গিয়েছে রূপোলি শষ্যে, কোন বিপদ লুকিয়ে পদ্মার ইলিশে? সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রচুর লাভ পাবেন ক্রেতারা: এই লাভ শুধু ব্যক্তিগত ব্যবহারের এসির ক্ষেত্রেই নয়, বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এসির দামও আগের থেকে অনেকটাই কমে যাচ্ছে। জিএসটি (GST) হারে সংশোধনের পাশাপাশি বর্তমানে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ছাড় চলায় ক্রেতারা আরও লাভবান হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : ঘড়ির কাঁটা রাত সাড়ে দশটা ছু্ঁলেই বাড়তি ১০ টাকা ফুড়ুৎ! শেষ মেট্রো বন্ধ হলেও ভোগান্তি অব্যাহত

নতুন জিএসটি হারে একাধিক বৈদ্যুতিক পণ্যের দাম কমেছে। টিভি, এসির সঙ্গে সঙ্গে সস্তা হচ্ছে ডিসওয়াশার। উৎসবের মরশুমে বাস্তবিকই কেন্দ্রের এই উপহারে মুখে চওড়া হাসি ফুটবে ক্রেতাদের।