মর্মান্তিক দুর্ঘটনা তামিলনাড়ুতে, রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্য একাধিক শিশু সহ ১১ জনের

বাংলাহান্ট ডেস্ক : মর্মান্তিক ঘটনার সাক্ষী তামিলনাড়ুর থাঞ্জাভুর। সেখানকার মন্দিরে রথযাত্রা উৎসব চলাকালীন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্য হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। পুলিশ সূত্রে খবর, মন্দির ছেড়ে রথটি বেরোনোর সময় এই ঘটনা ঘটে।

থাঞ্জাভুর পুলিশ সূত্রে খবর, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালিমেডুর আপ্পার মন্দিরে। ওই মন্দিরে রথযাত্রার অনুষ্ঠান চলছিল। রথটিকে মন্দির থেকে বের করার সময়ই ঘটে দুর্ঘটনাটি। রাস্তার উপর তারের জালের কারণে প্রথমে রথটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু তাও চেষ্টা করায় উলটে যায় রথটি। উলটে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটি হাইটেনশন লাইনের সঙ্গে জড়িয়ে যায় রথ। ফলে কারেন্ট ছড়িয়ে পড়ে পুরো রথে। তৎক্ষনাৎ মৃত্যু হয় একাধিক মানুষের। মৃতদের তালিকায় বহু শিশুও রয়েছে বলেই খবর।

জানা যাচ্ছে, ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ৩ জন। তাঁদের থাঞ্জাভুরের মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আহতদের দেখতে হাসপাতালে যান সেন্ট্রাল জোনের আই জি ভি বালাকৃষ্ণান এবং থাঞ্জাভুর এসপি রাভালি প্রিয়া।

খুশির উৎসবের মধ্যে এহেন ভয়াবহ দুর্ঘটনায় কার্যতই শোকস্তব্ধ গোটা এলাকা। দুর্ঘটনার পর সামনে আসা ছবি গুলিয়ে রথটিকে সম্পুর্ণ ভাবে পুড়ে যেতেই দেখা যাচ্ছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেই সঙেগ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর