ইন্দ্রানী সেন,বাঁকুড়া: তিল বোঝাই ট্রাক্টর উল্টো মৃত্যু হল একজনের।ঘটনাটি ঘটেছে রবিবার বাঁকুড়ার কোতুলপুর থানার হরিচক গ্রামে। মাঠ থেকে বাড়ি ফেরার সময় কংসাবতী সেচ খালে তিল বোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হয় সন্তোষ নন্দী (৩৮) নামে ঐ ট্রাক চালকের।
স্থানীয় সূত্রে জানাগেছে, জয়পুর থানা এলাকার কারকবেড়িয়া গ্রামের বাসিন্দা সন্তোষ নন্দী নিজেই নিজের ট্রাক্টর চালিয়ে জমি থেকে তিল নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় হরিহরচক গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর সহ তিনি কংসাবতী সেচ খালে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সন্তোষ নন্দীকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের কাকা জগন্নাথ নন্দী ও প্রতিবেশী শেখ জুম্মান বলেন, ট্রাক্টরের কোন চালক ছিলনা, নিজেই ট্রাক্টর চালাতো। জমি থেকে ট্রাক্টরে তিল বোঝাই করে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা ঘটেছে”।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠাচ্ছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে কোতুলপুর থানা সূত্রে জানানো হয়েছে।