নতুন বছরের প্রথম দিন থেকেই ভাগ্য চমকাবে এই ৩ রাশির! জীবনে আসবে সুখের জোয়ার, হবে টাকার বৃষ্টি

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪-কে বিদায় জানিয়ে বিশ্ববাসী স্বাগত জানিয়েছে ২০২৫-কে। বছর শুরুর প্রথম দিন থেকেই সকলের মনে এক আলাদাই উত্তেজনা। গোটা বছর ভালোভাবে যাতে কাটে সেই আশাই দেখছেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, সকলের ভালো মন্দ নির্ভর করে গ্রহদের স্থান পরিবর্তনের উপর। আর নতুন বছরের প্রথম দিনেই হতে চলেছে গ্রহদের গোচর। এরফলে লাভবান হবেন তিন তিনটি রাশি। গ্রহগুলির কৃপায় আপনারা হতে পারেন ধনবান।

জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে গ্রহদের স্থান পরিবর্তন:

জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, গ্রহদের স্থান পরিবর্তন মানবজীবনে বিশেষ প্রভাব ফেলে। আর ২০২৫-এ ১ জানুয়ারিতেই বিশেষ কিছু গ্রহরা স্থান পরিবর্তন করতে চলেছে। বছরের প্রথম দিনেই চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে। এই রাশিতে আগে থেকেই অধিষ্ঠান করছে মঙ্গল। ফলে চন্দ্র এবং মঙ্গল একত্র হবে। দুই গ্রহের সমন্বয় তৈরি হতে চলেছে ধনযোগ। এই যোগের প্রভাব আগামী আড়াই দিন অত্যন্ত প্রভাবশালী থাকবে। এতে করে বিশেষ তিনটি রাশির ভাগ্যের চাকা হবে সচল। ধন-সম্পদে বলিয়ান হবেন আপনারা।


According to astrology, 3 zodiac signs blessings of Dhanyog in 2025

 

কোন তিনটি রাশির ভাগ্য খুলতে চলেছে:

১) বৃষ রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, ধনযোগের প্রভাবে বৃষ রাশি জাতক-জাতিকারা অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠতে চলেছেন। ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। এই সময় অর্থ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শুরু করার চিন্তাভাবনা থাকলে অবশ্যই করতে পারেন। এই সময়টি আপনাদের জন্য উপযুক্ত। চাকরির পরিবর্তন কিংবা নতুন চাকরিতে যোগ দেওয়ার জন্যও অত্যন্ত শুভ সময়। এমনকি এই সময় আপনাদের জন্য অর্থ উপার্জনের বিভিন্ন উৎস খুলে যাবে। ভ্রমণেরও বিশেষ যোগ রয়েছে। তবে হ্যাঁ ঋণ নেওয়া থেকে সাবধান।

আরও পড়ুনঃ ‘মাটি খুবই শক্ত..,’ স্ত্রীর ছবি আর পাশে মেয়েকে নিয়ে মমতা-অভিষেকের নামে পুজো, কি বললেন অনুব্রত?

২) বৃশ্চিক রাশি: ১ জানুয়ারি থেকেই ভাগ্য খুলতে চলেছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। ধনযোগের প্রভাবে নতুন বছরে আয়ের পরিমাণ বাড়বে, এবং ব্যয়ের পরিমাণ কমবে। চাকরিতে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধিরও যোগ রয়েছে। এই সময় ব্যবসার প্রসার ঘটতে পারে। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, নতুন বছরের শুরু থেকেই পরিবারের সমর্থন পাবেন। আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত হবে।

আরও পড়ুনঃ ‘অনেকখানি ডিএ..,’ নয়া বছরের শুরুর দিনই DA মামলা নিয়ে বড় আপডেট

৩) ধনু রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, ধনযোগের প্রভাবে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন ধনু রাশির জাতক-জাতিকারা। এই সময় আপনার জীবনে সুসংবাদ আসতে পারে। সংসারে শ্রী বৃদ্ধি হবে। দাম্পত্য সম্পর্ক হোক কিংবা পারিবারিক সম্পর্ক সবেতেই উন্নতি ঘটবে। তবে হ্যাঁ কর্মস্থলে কারো সাথে বাকবিতণ্ডায় জড়াবেন না। বুঝেশুনে মাথা ঠান্ডা করে কথা বলুন। নইলে আপনার ক্ষতি হতে পারে।

(এই প্রতিবেদনটি লেখা হয়েছে জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে, এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর