বাংলা হান্ট ডেস্ক: হাতে আর মাত্র একদিন। এরপরই শুরু হয়ে যাবে নতুন একটি বছর। নতুন বছর শুরু হওয়া মানেই জীবনে বিভিন্ন রকমের পরিবর্তন আসা। জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুসারে, আমাদের জীবনে ভালো খারাপ সমস্তটাই নির্ভর করে গ্রহদের স্থান পরিবর্তনের উপর। আর ২০২৫-এ গ্রহদের স্থান পরিবর্তন এই বিশেষ রাশির জন্য বিশেষ হয়ে উঠতে চলেছে। ২০২৫-এ কোন রাশির ভাগ্য খুলতে চলতে চলেছে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ২০২৫ এ কোন রাশি হবেন লাভবান:
নতুন বছরে লাভবান হবেন অনেক রাশি। তার মধ্যে একটি রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে এই সময় বিশেষ কিছু গ্রহদের স্থান পরিবর্তন সুপ্রভাব ফেলবে কর্কট রাশি জাতকদের উপর। রাশিচক্রের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে কর্কট রাশি। এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। আর ২০২৫-এ কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে।
২০২৫ এ গ্রহদের স্থান পরিবর্তন: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, নতুন বছরে প্রথম স্থান পরিবর্তন করতে চলেছেন শনি দেব। ২৯ শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন তিনি। এর ফলে সমস্ত বাধা-বিপত্তি হবে দূর। আগামী সময় আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হয়ে উঠতে চলেছে। ২৯ শে মার্চের পর থেকে আপনার আয়ের বিভিন্ন উৎস তৈরি হবে। পাশাপাশি এই সময় আটকে থাকা কাজও সম্পন্ন হবে। শুধু তাই নয়, কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন। এই দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করবেন।
আরও পড়ুনঃ ঢেলে সাজানো হচ্ছে বাংলার রেল ব্যবস্থা! যে পরিমাণ টাকা বরাদ্দ হল….হিসেব দেখলে চমকে উঠবেন
বৃহস্পতি স্থান পরিবর্তন উদ্বেগজনক হতে পারে: তবে শনিদেবের স্থান পরিবর্তন যেমন কর্কট রাশির জন্য শুভ ফল দিতে চলেছে তেমনি বৃহস্পতির স্থান পরিবর্তন আপনাদের জন্য উদ্বেগের হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৪ই মে বৃহস্পতি একাদশ ঘর স্থান পরিবর্তন করে দ্বাদশে প্রবেশ করবেন। এই সময় বিয়ে করার চিন্তা ভাবনা থাকলে এড়িয়ে চলুন। ১৪ই মে-র আগে বিয়ে করতে পারেন তা আপনার জন্য শুভ। এমনকি এই সময় সন্তান পরিকল্পনা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়টি আপনাদের জন্য খুব একটা লাভজনক হবে না।
আরও পড়ুনঃ শ্বশুরের বাহুলগ্না, শাশুড়ির সঙ্গেই “খিটিমিটি”! জয়ার জন্যই অশান্তি অভিষেক-ঐশ্বর্যর সংসারে?
এই সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের বিশেষ করে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। যদিও এই সমস্যা বেশিদিন থাকবে না। বুদ্ধি দিয়ে, ধৈর্য দিয়ে সমস্যা গুলিকে সমাধান করুন তাহলে খুব একটা কষ্ট হবে না। যেকোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নেবেন। এছাড়ও জ্যোতিষশাস্ত্র (Astrology) বলছে এই সময়টি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত সময় হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন। পাশাপাশি উচ্চশিক্ষার যোগ রয়েছে আপনার।
এছাড়াও ২৯ শে মে রাহু মীন থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন এবং কেতু কন্যা থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন। নতুন বছরের রাহুর কৃপায় আর্থিক দুর্ভোগ কেটে গিয়ে উন্নতি শুরু হবে। ব্যবসা, শেয়ার মার্কেট, লটারি বিভিন্ন জায়গায় লাভবান হতে চলেছেন। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ সময় শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রাহু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য কিংবা সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। এই সময় কোন আর্থিক ঋণ নেওয়ার চিন্তাভাবনা করবেন না। তাতেই আপনার মঙ্গল।