বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ছবি ‘জওয়ান’ (Jawan)। মুক্তি পাওয়া মাত্রই বক্স অফিসে তুমুল হিট এই ছবি। যারা যারা ‘পাঠান’ (Pathan) দেখে হতাশ হয়েছিলেন আজ তারাও পুরোদমে উপভোগ করেছে এই ছবি। দেশের মানুষ তো বটেই পাশাপাশি বিদেশের মাটিতেও চলছে ‘জওয়ান’ ঝড়। তবে কিং খানের এই যশ প্রতিপত্তি কিন্তু একদিনে আসেনি। করতে হয়েছে বহু পরিশ্রম।
আর শাহরুখের লুকের কথা বললে বয়স যেন একটা সংখ্যা মাত্র। আজ ৫৮ বছর বয়সেও তাকে দেখতে লাগে বছর ৩০-র যুবক। যদিও এটার জন্য বহু নিয়ম কানুন মানতে হয় তাকে। পাশাপাশি টাকা পয়সা নিয়েও বেশ সচেতন তিনি। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘জীবনে সুখি হতে গেলে এবং পরিবারকে ভাল রাখতে হলে টাকা ইনকাম করাটা খুব জরুরি। তবে তা সঠিক পথে করতে হবে। এবং টাকাই যেন সব না হয়।’
কিং খান যখন কেরিয়ার শুরু করেন সেই সময় তার পকেটে প্রায় কিছুই ছিলনা বললেই চলে। নামমাত্র টাকাকে সম্বল করে চলে এসেছিলেন মুম্বাই। অন্যদিকে গৌরী গেছিলেন দিল্লি শাহরুখের খোঁজে। ভাগ্যচক্রে সেই রাতেই মুম্বাই থেকে দিল্লিতে ফেরেন শাহরুখ। সেখানে তাদের দেখা এবং শুরু হয় প্রেম কাহিনী। সমস্ত বাধা, জটিলতাকে পেছনে ফেলে আজ তারা বি টাউনের অন্যতম সুখী দম্পত্তি।
আরও পড়ুন : ‘গদর ২’ বা ‘কেরালা স্টোরি’ নয়! ভারত থেকে অস্কারে এন্ট্রি নিল এই ব্লকব্লাস্টার ছবি, খুশি ভক্তরা
শাহরুখ যখন সবে ১৮ তে পা দিয়েছেন তখনই গৌরীর প্রেমে পড়েন। খান পত্নীর বয়স তখন সবে ১৪। বিয়ের আগে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শাহরুখ গৌরী। এরপর সমস্ত বাধা টপকে ১৯৯১ সালে সবকিছুকে ছাপিয়ে বিয়ে করেন তারা। এরপর শুরু হয় শাহরুখের লড়াই। ছোটোখাটো কাজ থেকে শুরু করে সিরিয়াল এবং সেখান থেকে বড় পর্দায় পৌঁছে যান শাহরুখ।
আরও পড়ুন : স্ট্যাচু না কার্টুন! প্রভাসের আজব মোমের মূর্তি বানিয়ে বিপাকে মিউজিয়াম, মিলল হুঁশিয়ারি
যদিও গৌরী সেই সময় চাইতেন তারা যেন আবার দিল্লিতেই ফিরে যান। তবে শাহরুখের স্বপ্ন ধীরে ধীরে তার স্বপ্ন হয়ে যায়। আজকাল তো শাহরুখের বহু ছবির প্রযোজক গৌরি নিজেই! যদিও একটা সময় এমনও ছিল যখন তাদের কাছে হানিমুনে যাওয়ারও কোনো টাকা ছিলনা। যে কারণে ‘রাজু বন গায়া জেন্টালম্যান’র শ্যুটিং-এ যখন তারা দার্জিলিং যান তখন গৌরীকেও সাথে নিয়ে যান।
আরও পড়ুন : শালি না আধি ঘরওয়ালি, সন্ধ্যা জানলো তারার সত্যি! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব
এই গৌরীকেই একবার জিজ্ঞেস করা হয় দীর্ঘ কেরিয়ারে এত ছবি তো শাহরুখ করেছেন তারমধ্যে কোন ছবিটি তার সবচেয়ে বেশি ভালো লাগে? খান পত্নী জানান, গোটা জীবনে এখনও পর্যন্ত শাহরুখের একটি মাত্র ছবিই তার ভালো লেগেছে আর সেটা হল ‘চক দে ইন্ডিয়া’। তিনি মনে করেন, এটিই শাহরুখের জীবনের সবচেয়ে সেরা সিনেমা।