শালি না আধি ঘরওয়ালি, সন্ধ্যা জানলো তারার সত্যি! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

বাংলা হান্ট ডেস্ক : স্টার জলসার (Star Jalsha) নতুন ‘সন্ধ্যাতারা’ (Sandhya Tara) ধারাবাহিক TRP যুদ্ধে চ্যানেলটির বড় হাতিয়ার হয়ে ওঠেছে। ধারাবাহিকের মূল গল্পে দেখা যাচ্ছে সন্ধ্যা, তারা এবং আকাশনীলের মধ্যেকার সম্পর্ক নিয়ে ভারী টানপোড়ন চলছে। প্রায় প্রতিটি এপিসোডেই গল্প নয়া আঙ্গিকে ঘুরছে। আর দর্শকরা গোগ্রাসে গিলছেন তা। একের পর এক টুইস্টের কারণে ধারাবাহিকের TRP ও রয়েছে শীর্ষে।

সন্ধ্যাতারা ধারাবাহিকটি চলছে বেশ সফল ভাবেই। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আপাতত হাসপাতালে ভর্তি সন্ধ্যা। সেখানেই তার জীবন-মৃত্যুর লড়াই চলেছে। এদিকে স্ত্রীর এমন অবস্থায় ভীষণ ভাবে ভেঙ্গে পড়েন আকাশনীল। একইসাথ দিদির এমন দুর্ঘটনা শুনে সেখানে উপস্থিত হন তারা।

গল্পের মোড় ঘোরে যখন তাকে মুখ ঢেকে দেখতে যেতে হয় দিদিকে। আসলে আকাশ যাতে দেখতে না পায় সেজন্যই মুখ ঢেকে যান তারা। কিন্তু হাসপাতালে ঢোকার সময়ই আকাশনীলের মেজকাকার মুখোমুখি হতে হয় তারাকে। মুখ ঢাকা দিলেও তারাকে বেশ চেনা চেনা লাগে তার। এরপরই আকাশের মেজকাকা তারাকে খুঁজে বাড়িতে নিয়ে আসবেন তিনি। কিন্তু Wait, এখানেই শেষ নয়।

দেখা যাচ্ছে যে, তারাকে খুঁজে পেলে তার এবং আকাশের সম্পর্কের কথা ফাঁস করবেন তিনি। স্টার জলসার নতুন প্রোমো তাই দেখাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে বিজয়া মাঠান বলেন, ‘বৌমা আমার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মানে আজ ও যা চাইবে তাই পাবে’। কথা শুনেই আকাশনীল হাসতে হাসতে স্ত্রীকে জিজ্ঞেস করেন, ‘আকাশের চাঁদ চাই?’

আকাশের প্রশ্নের উত্তরে সন্ধ্যা বলেন, ‘তারা চাই’। এদিকে এমন উত্তর শুনে আকাশনীল বেশ অবাক হয়েই জিজ্ঞাসা করেন, ‘কোন তারা?’ সেসময়ই সন্ধ্যার ছোট বোন তারাকে নিয়ে ঘরে ঢোকে খনপ্রভা। পরক্ষণেই তিনি আকাশকে প্রশ্ন করেন,‘দেখ তো নীল চিনিস নাকি একে?’ এদিকে আকাশ তখন নিজের প্রাক্তন প্রেমিকাকে বাড়িতে দেখে বেশ অবাকই হয়ে যায়। এছাড়া বোনকে চমকে ওঠে সন্ধ্যাও।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

এদিকে হেনক্ষণে কোথা হতে আকাশনীলের মেজ কাকা বলে ওঠেন, ‘ও শালি নাকি আধি ঘরওয়ালি’। একথা শুনে চোখ বড় বড় হয়ে যায় সন্ধ্যার। পরবর্তীতে কি হতে চলেছে তা জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়। আগামী দুই পর্বেই পুরোটা জানা সম্ভব হবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর