বাংলা হান্ট ডেস্কঃ পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যেমন সরব জন বারলা (John Barla), অন্যদিকে তেমনি নরম সুরে গাইছে বিজেপি(BJP) নেতৃত্বও। এরই মাঝে রাজ্যপাল জগদীপ ধনকরের (Jagdeep Dhankhar) উত্তরবঙ্গ সফরে ছিল ভীষণ তাৎপর্যপূর্ণ। সফরে একাধিক নেতা নেত্রীর সাথে দেখা করে কথা বলেন বাংলার রাজ্যপাল। যদিও তার সাথে দেখা করে কোন আলাপ-আলোচনায় যায়নি তৃণমূল (Trinamool Congress ) বা জিটিএ(GTA)। কিন্তু জিতের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির দাবি তুলেছিলেন বিজেপি বিধায়ক নীরজ জিম্বা (Neeraj zimba)। সাথে সাথেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গেও দেখা করেন তিনি।
এরপর একই সুর শোনা গেল রাজ্যপালের গলাতেও। জিটিএতে কোনো নির্বাচন হয়নি বলে এর আগেই সরব হয়েছিলেন রাজ্যপাল। তিনি পরিষ্কার জানিয়ে ছিলেন, “এক দশক ধরে পাহাড়ে কোনও গণতন্ত্র নেই ৷ জিটিএ’র আয়-ব্যয়ের কোনও হিসেব নেওয়া হচ্ছে না ৷ এমনকি পঞ্চায়েত নির্বাচনও হয়নি ৷’’
এবার সেই সূত্র ধরেই, কার্যত গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি। তার মতে, কেন জিটিএর কোন অডিট হচ্ছে না? এ বিষয়ে ক্যাগের(CAG) তদন্তের কথাও জানান তিনি। তিনি বলেন, “২০১৭ থেকে জিটিএ-তে কোনও অডিট হয়নি। আমার ক্ষমতা রয়েছে। ক্যাগ-কে দিয়ে যাতে স্পেশ্যাল অডিট করানো যায়, সেই ব্যবস্থা করব আমি।” তার মতে কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ জমা পড়েছে তার কাছে। বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ এ ধরনের অভিযোগ করেছেন।
উত্তরবঙ্গ যে কার্যত দক্ষিণবঙ্গের কাছে বঞ্চিত এবং সেখানে কোনো উন্নয়ন হয়নি এ অভিযোগ আগেই করেছে বিজেপি। সেই সূত্র ধরেই পৃথক উত্তরবঙ্গের দাবি জানিয়েছিলেন জন বারলা। তার মতে এই দাবি সাধারণ মানুষের। সরাসরি পৃথক উত্তরবঙ্গকে সমর্থন না করলেও উত্তরবঙ্গকে যে বঞ্চনা করা হয়েছে সেই সুর শোনা গেল রাজ্যপালের গলাতেও।