লকডাউনের নিয়ম অমান‍্য করেই শুটিং চালু ‘মিঠাই’ এর! উঠছে অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক: গত ১৫ মে থেকেই কার্যত লকডাউন (lockdown) জারি রয়েছে গোটা রাজ‍্যে। আগামী ৩০ মে লকডাউন ওঠার কথা থাকলেও সম্প্রতি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তা বাড়িয়ে আগামী ১৬ জুন পর্যন্ত করেছেন। এমতাবস্থায় টালিগঞ্জের স্টুডিও পাড়ায় শুটিং বন্ধ রাখার নির্দেশ ছিল প্রথম থেকেই। কিন্তু সম্প্রতি খবর মিলেছে ফেডারেশনের নির্দেশের তোয়াক্কা না করেই গোপনে শুটিং চলছে ‘মিঠাই’ (mithai) সিরিয়ালের।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়ের বাড়ির কাছাকাছিই কোথাও শুটিং হয়েছে, তাও আবার কলাকুশলী টেকনিশিয়ানদের নিয়ে। অথচ সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা এই বিষয়ে কুলুপ এঁটেছেন মুখে।

Mithai 2
মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডুর সাফ জবাব, চ‍্যানেলের সঙ্গে যোগাযোগ করতে, তিনি এই ব‍্যাপারে কিছুই বলতে পারবেন না। অন‍্যদিকে নীপা অর্থাৎ ঐন্দ্রিলা সাহা জানান, লকডাউন ঘোষনা হতেই তিনি মধ‍্যমগ্রামে তাঁর বাড়িতে চলে গিয়েছেন। বাইরে শুটিং হওয়ার কোনো খবরই নেই তাঁর কাছে। দিয়া মুখার্জি ও বিশ্বাবসু বিশ্বাসও জানান বাড়ি থেকেই ফোনে শুট করে পাঠাচ্ছেন তাঁরা।

ফেডারেশনের কাছেও নাকি মিঠাইয়ের এই ‘গোপন’ শুটিংয়ের কোনো খবর নেই। টানা দশ সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে মিঠাই। চলতি সপ্তাহে ১১.৯ পয়েন্ট পেয়ে বাংলা সেরা এই সিরিয়াল। এমন অবস্থায় সেরার স্থানটা ধরে রাখতে সত‍্যিই কি গোপনে শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিরিয়াল নির্মাতারা? প্রশ্নের উত্তর মেলেনি এখনো।

প্রসঙ্গত, সিরিয়ালে একেবারে টানটান উত্তেজনার মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে শুটিং। মিঠাই সিদ্ধার্থর ডিভোর্স কেসের তারিখ ক্রমশ এগিয়ে আসছে। এমন অবস্থায় যাতে গল্পের খেই হারিয়ে না যায় তাই বাড়ি থেকেই কিছু কিছু শুটিং করে দিয়েছেন বলে জানিয়েছিলেন সৌমিতৃষা। তবে গল্পের গতি ধীর হলেও আটকানো যায়নি মিঠাইকে। সব সিরিয়ালকে পেছনে ফেলে এবারেও বাংলা সেরা মিঠাই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর