‘মানসিক নির্যাতিত, সামাজিক সম্মান নষ্ট হচ্ছে!’ আদালতে পার্থ। হাউহাউ করে কাঁদলেন অর্পিতা

বাংলা হান্ট ডেস্কঃ আজ ফের আদালতে হাউহাউ করে কাঁদলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত অর্পিতা। নিজের শারীরিক অসুস্থতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) জামিনের শুনানি ছিল।

পার্থ-অর্পিতা দুজনেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে উপস্থিত হয়েছিলেন। সেখানেই অর্পিতার আইনজীবী আদালতে জানান, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যায় ভুগছেন অর্পিতা। বলেন, ‘‘অর্পিতার স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে। পেটে ব্যথা হচ্ছে। জেলে ওঁকে শুধু পেনকিলার দেওয়া হচ্ছে। ওঁর চিকিৎসার প্রয়োজন।’’

এর পরেই অর্পিতা নিজেকে নির্দোষ বলে দাবি করেন। ‘ষড়যন্ত্র’-র শিকার বলেও দাবি করেন তিনি। আদালতের কাছে বলেন, ‘‘আমি জানি, আমি নির্দোষ। আমি রাজনীতি করি না। আমাকে কেন ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে জানি না।’’ শুধু তাই নয়, এসব বলতে গিয়ে আদালতে হাউহাউ করে কেঁদে ফেলেন অর্পিতা।

অন্যদিকে, এদিন ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির হন নিয়োগ দুর্নীতির মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। আদালত পার্থ বলেন তার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘‘আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। মানসিক ভাবে নির্যাতিত বোধ করছি।’’

partha arpita

প্রসঙ্গত, গত বছর ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরার পর গ্রেফতার করে ইডি। পরদিন পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার টালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করে ইডি। পেশায় অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গত বছর ২৩ জুলাই গ্রেফতার করে ইডি। সেই সময় থেকে জেলেই দিন কাটছে তাদের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর