বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি প্রিজন ভ্যানে থাকাকালীন এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা বাংলায় আর এবার আদালতে নিয়ে আসার সময় চোর কর্তৃক পুলিশকে ধোঁকা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা উলুবেড়িয়া (Uluberia) এলাকায়। যদিও পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অভিযুক্তকে ধরতে সক্ষম হয় পুলিশ।
ঘটনাটি উলুবেড়িয়া মহকুমা আদালতের নিকট ঘটেছে। এদিন দুপুরের দিকে আদালতে নিয়ে আসা হয় শেখ ফরিদুল নামে এক যুবককে। এক্ষেত্রে চুরির অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে উলুবেড়িয়া আদালতে নিয়ে আসার সময় আচমকাই পুলিশের হাত ফস্কে পাশের পুকুরে ঝাঁপ দেয় অভিযুক্ত।
তবে পরবর্তী ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চোরটিকে ধরে নেয় পুলিশ। একইসঙ্গে চুরির পাশাপাশি পালানোর চেষ্টার জন্য অপর একটি ধারায় যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। আজই যুবকটিকে আদলাতে তোলা হতে চলেছে বলে খবর।
তবে এহেন ঘটনা বাংলার বুকে এই প্রথম নয়। গত আগস্ট মাসে প্রিজন ভ্যানে থাকাকালীন টোটন বিশ্বাস নামে এক দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। এক্ষেত্রে এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত টোটন বিশ্বাসের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে আদালতে তোলার পূর্ব মুহূর্তে শারীরিক পরীক্ষা করার জন্য ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই সময় আচমকাই তাকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় হতবাক হয়ে পড়ে প্রিজন ভ্যানে বসা অন্যান্য বন্দিদের পাশাপাশি সেখানে থাকা মানুষজনও আর এবার পুলিশের হাত ফস্কে অপরাধীর পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো সর্বত্র।