দূরত্ব বজায় রাখুন! এইসব ব্যক্তিরা শেষ করে দিতে পারে আপনার জীবন, পরামর্শ স্বয়ং আচার্য চাণক্যর

বাংলাহান্ট ডেস্ক : অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা আচার্য চাণক্য (Acharya Chanakya) প্রাচীন ভারতের এক দিকপাল ছিলেন। তাঁর রচিত ‘অর্থশাস্ত্র’ নামক রাষ্ট্রবিজ্ঞানের গ্রন্থটি আজও সমাদৃত গোটা বিশ্বজুড়ে। প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চাণক্যর।

Acharya Chanakya

প্রাচীন তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য্য ও তাঁর পুত্র বিন্দুসারের রাজ-উপদেষ্টা। আচার্য চাণক্য মানুষের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে গিয়েছেন। আধুনিক যুগে এসেও অনেকেই মনে করেন আচার্য চাণক্যর উপদেশ মেনে চললে সহজ ও সফলতাপূর্ণ হতে পারে জীবন।

আরোও পড়ুন : মুখশুদ্ধি হিসেবে নয়! প্রতিদিন সকালে খালি পেটে খান মৌরির জল, আওয়ান্ড শরীরে জাদু শুরু হবে!

আচার্য চাণক্য (Acharya Chanakya) এমন তিন ধরনের মানুষ সম্পর্কে বলে গিয়েছেন যাদের থেকে আমাদের দূরত্ব বজায় রেখে চলা উচিত। এই তিন ধরনের মানুষদের সংস্পর্শে থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে। তাই আচার্য চাণক্য বলেছেন এই ধরনের মানুষদের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলেন বুদ্ধিমান মানুষেরা।

Acharya chanakya niti 3 1

চাণক্য (Acharya Chanakya) মতে, কাদের থেকে দূরত্ব বজায় রাখবেন: 

আচার্য চাণক্য বলে গিয়েছেন, লোভী মানুষদের থেকে সব সময় দূরে থাকা উচিত। লোভী মানুষেরা নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য আপনাকেও বিপদে ফেলতে পারে। তাই এই ধরনের মানুষদের থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে চলা উচিত।

চাণক্য মনে করেন অজ্ঞ ব্যক্তিদের কখনোই শিক্ষা প্রদান করা উচিত না। অজ্ঞ ব্যক্তিরা আদতে কিছুই বোঝেন না। এই ধরনের মানুষেরা আমাদের অজান্তেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

আচার্য চাণক্য উপদেশ দিয়ে গিয়েছেন স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকার। স্বার্থপর মানুষেরা শুধুই নিজেদের কথা ভাবেন। আপনার বিপদে স্বার্থপর মানুষেরা পাশে এসে দাঁড়াবেন না। তাই স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর