প্রয়াত হলেন আরও এক বলিউড অভিনেতা, শোকের মহল গোটা সিনেমা জগতে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রয়াত হলেন বলিউড (Bollywood) অভিনেতা ফারাজ খান (Faraaz Khan)। অনেকদিন ধরে অসুস্থ থাকার পর অবশেষে তিনি আর এই লড়াইয়ে জয়ী হতে পারলেন না। ফারাজ খানের মৃত্যুর খবরের পরেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বলিউড অভিনেত্রী পূজা ভাট ফারাজের মৃত্যুর খবর পেতেই ট্যুইট করে শোকবার্তা দিয়েছেন। তিনি সবার কাছে আবেদন করে জানান যে, সবাই যেন এই কঠিন সময়ে ফারাজের পরিবারের পাশে আন্তরিক হয়ে দাঁড়ায়।

https://twitter.com/PoojaB1972/status/1323849286044409858

মস্তিষ্কে সংক্রমণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউডের অভিনেতা ফারাজ খান। এরপর ওনাকে ব্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বলিউডের এই অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। ওনার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ করছিল পরিবার।

বলিউড অভিনেত্রী পূজা ভাট এর আগে ফারাজের চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার আবেদন জানিয়েছিলেন। ফারাজের চিকিৎসার জন্য অর্থের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন পূজা ভাট। কিন্তু শেষ রক্ষা আর হল না।

 

X