কাঞ্চন, অনুপম অতীত! এবার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন যিশু সনগুপ্ত? বড় বয়ান খোদ অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী নীলাঞ্জনা ভৌমিকের বিয়ে হয় আজ থেকে ঠিক ২০ বছর আগে। এদিকে সদ্য প্রয়াত করেছেন নীলাঞ্জনার মা অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। মুম্বাইতে কর্মসূত্রে আলাপ যিশু ও নীলাঞ্জনার। সেই সময় নিয়মিত অভিনয় করতেন নীলাঞ্জনাও। সেখান থেকেই দুজনের প্রেম পর্ব শুরু।

অবশেষে যিশু ও নীলাঞ্জনা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০০৪ সালের ৪ মার্চ। বাংলা চলচ্চিত্রে যিশু সেনগুপ্ত নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ নাম। যত সময় গেছে ততই নিজেকে প্রমাণ করেছেন যিশু। বাংলা ছাড়িয়ে মুম্বাই ও অন্যান্য আঞ্চলিক ভাষার ছবি এবং ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। তবে যিশু সেনগুপ্ত সম্পর্কে গুজব বা স্ক্যান্ডেল কখনোই শোনা যায় না বিশেষ।

   

আরোও পড়ুন : হাওড়ায় জল সংকট! বন্ধ থাকবে সম্পূর্ণ পরিষেবা, বিপদে পড়ার আগে জেনে নিন দিনক্ষণ

কিন্তু গুগলে তাঁর সম্পর্কে সার্চ করলে উঠে আসে একটি অদ্ভুত প্রশ্ন। সেটি হচ্ছে –‘কবে ডিভোর্স হচ্ছে যিশু সেনগুপ্তর?’ এই ধরনের প্রশ্ন যে মানুষ করে থাকেন তা শুনে রীতিমতো অবাক অভিনেতা। যিশু  জানাচ্ছেন, “কেন হঠাৎ ডিভোর্স নিতে যাব আমি? আমি সুখী বিবাহিত জীবন কাটাচ্ছি। প্লিজ়, এমনটা জানতে চাইবেন না, আমার ডিভোর্স হচ্ছে না।”

আরোও পড়ুন : দলত্যাগের পরেই তাপসকে ফোন ‘মাস্টারমাইন্ড’ পিকের, কী কথা হল দু’জনের? এবার সব ফাঁস

স্বামী বা বাবা হিসাবে কেমন যিশু সেনগুপ্ত? এই ধরনের প্রশ্ন একবার জিজ্ঞাসা করা হয়েছিল অভিনেতাকে। অভিনেতা জানান, স্বামী বা বাবা হিসাবে ভাল নম্বর পেলেও, তিনি মোটেও ভাল না একটিও পদেও। ভাল স্বামী বা ভাল বাবা তিনি হতে পারেননি। এই বিষয়টা নিয়ে তার নিজের উপরই আক্ষেপ রয়েছে।

jisshu sara

স্ত্রী নীলাঞ্জনা এবং দুই সন্তান সারা এবং জ়ারাকে তিনি সময় দিতে পারেন না। সন্তানদের দেখাশোনার দায়িত্ব বরাবর ছিল নীলাঞ্জনার উপর। তবে যীশু ও নীলাঞ্জনা সুখে ঘর সংসার করছেন। বর্তমানে যিশু সেনগুপ্তর ক্যারিয়ার গ্রাফও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে ঘরে ও বাইরে দুই জায়গাতেই সমানভাবে পারফরমেন্স করে যাচ্ছেন যিশু।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর