দলত্যাগের পরেই তাপসকে ফোন ‘মাস্টারমাইন্ড’ পিকের, কী কথা হল দু’জনের? এবার সব ফাঁস

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগেই জোর ধাক্কা! জল্পনা সত্যি করে সোমবারই তৃণমূল ছেড়েছেন বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy)। তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতায় ব্যথিত তিনি! গতকাল দলের সকল পদ থেকে ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাপসবাবু। সেখানেই নিজের সকল অভিমান, ক্ষোভ উগড়ে দেন।

ঘাসফুল ছাড়ার পর থেকেই এই প্রবীণ রাজনীতিকের বিজেপিতে (BJP) যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছে। আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) তাঁকে পদ্ম-প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলেও অনুমান অনেকের। এসবের মাঝেই সামনে এল বড় খবর। তাপসবাবুকে ফোন করেন দুঁদে ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কী কথা হল দু’জনের? তা নিয়েই এখন জোর চর্চা।

গতকাল সকাল থেকে বেশ ব্যস্ত ছিলেন তাপস রায়। সকালে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু তাঁর বাড়ি এসেছিলেন। তাঁরা বেরনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন। এরপর বিধানসভায় গিয়ে ইস্তফাপত্র দেওয়া, এসব করেই কেটে যায় গোটা দিন। সেই সঙ্গেই তাঁর কাছে প্রচুর ফোন এসেছে বলেও খবর। তবে ব্যস্ততার কারণে তাপসবাবু ফোন ধরতে পারেননি। প্রশান্ত কিশোরের কলও মিস হয়ে যায়।

সূত্রের খবর, পরে তাপসবাবুই পিকে-কে (PK) ফোন করেন। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। আপাতত প্রবীণ রাজনীতিককে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন এই দুঁদে ভোটকুশলী। অর্থাৎ তৃণমূল (Trinamool Congress) ছাড়লেও এখনই তাড়াহুড়ো করে অন্য কোনও দলে যোগ দেওয়াটা উচিত হবে না বলতে চাইছেন পিকে, অনুমান ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুনঃ ‘রাজীব গান্ধীকেও পিছন থেকে ছুরি মেরেছেন মমতা’, ‘গদ্দার’ ইস্যুতে মমতাকে ফালাফালা আক্রমণ শুভেন্দুর

tapas roy prashant kishor

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে বাংলায় কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। ‘বাংলা নিজের মেয়েকে চায়’, ‘বাংলার গর্ব মমতা’ থেকে শুরু করে ‘দিদিকে বলো’, যে সকল প্রকল্পের ব্যাপক জনপ্রিয়তার ওপর ভিত্তি করে তৃতীয়বার রাজ্যের শাসকদলের মর্যাদা অর্জন করেছে তৃণমূল, তা আদতে পিকেরই মস্তিষ্কপ্রসূত! মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের সঙ্গে এই নির্বাচনী স্ট্র্যাটেজিস্টের সম্পর্কও বেশ ভালো। তাই সেদিক থেকে দেখলে, তাপস রায়কে পিকে-র ফোন করা এবং তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর