“অনেক গালি খেয়েছি”, ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়লেন অভিনেতা!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে ধামাকা করতে দেখা যায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালকে (Serial)। আর্য অপর্ণার জুটি খুব কম সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অসমবয়সী প্রেম কাহিনি নিয়ে প্রথম দিকে সিরিয়ালটি কটাক্ষের মুখে পড়লেও অচিরেই কলাকুশলীদের অভিনয় এবং গল্প ছিনিয়ে আনে টিআরপি। তবে সম্প্রতি আবারও কিছু বিতর্কে জড়িয়েছিল ধারাবাহিকটি (Serial)। আর এবার সিরিয়াল থেকে বিদায় নিলেন জনপ্রিয় চরিত্র।

বড় টুইস্ট চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে (Serial)

গল্পের শুরু থেকেই দেখা যাচ্ছে, আর্য অপর্ণার মিলনে এসে চলেছে একের পর এক বাধা। আর্য যাও বা অপর্ণাকে নিজের মনে কথা বলে উঠতে পারল, কিন্তু অপর্ণার বাবা মা বাদ সাধলেন এই সম্পর্কে। অপর্ণার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বাঁচিয়ে তোলেন ডাক্তার হিন্দোল মিত্র। আর তারপরেই শান্ত মিষ্টভাষী হিন্দোলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে উঠেপড়ে লাগেন অপর্ণার বাবা।

Actor leaves chirodini tumi je amar serial

কী হয়েছে গল্পে: যদিও শেষ মুহূর্তে ঘুরে যায় গল্পের মোড়। মেয়ের পাশে দাঁড়িয়ে বিয়ের মণ্ডপেই হিন্দোলের সঙ্গে বিয়ে ভেস্তে দেন অপর্ণার মা। এতদিন হিন্দোলের চরিত্রে (Serial) অভিনয় করছিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। চরিত্রটি স্বল্প সময়ের জন্য হলেও প্রভাব ফেলেছিল দর্শকদের মনে। প্রথম দিকে আর্য অপর্ণার মাঝে আসায় কটাক্ষের শিকার হতে হয় হিন্দোলকে। তবে মৃত্যুঞ্জয়ের অভিনয়ের প্রশংসাও করেন দর্শকরা।

আরও পড়ুন : অতিরিক্ত ৮ কোটি আয়ের সুযোগ রেলের, রানাঘাট-বনগাঁ রুটে বড় কাজের উদ্যোগ

কী লিখলেন মৃত্যুঞ্জয়: এবার চরিত্রটিকে বিদায় জানানোর পালা। সোশ্যাল মিডিয়ায় শেষদিনের শুটিংয়ের (Serial) ছবি শেয়ার করে মৃত্যুঞ্জয় লিখেছেন, ‘গত এক মাসে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক গালি খেয়েছি, সেটাই আমার কাছে ভালোবাসা। এবারের মতো হয়তো এইটুকুই, আবার পরে অন্য কোথাও অন্যভাবে দেখা হবে’।

আরও পড়ুন : সলমনের পরিবারে ছোট্ট সদস্য, ৬০-এর দোরগোড়ায় এসে বড় সুখবর দিলেন অভিনেতা

পর্দায় বিয়ে ভাঙলেও বাস্তবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন মৃত্যুঞ্জয়। প্রেমিকা চৈতালি দত্তের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন তিনি ইতিমধ্যেই। পরে আড়ম্বরপূর্ণ ভাবে সামাজিক বিয়ের অনুষ্ঠান করা হবে বলে জানা যাবে।