বর হিসেবে কেমন সাগ্নিক? দিদি নাম্বার ওয়ানে রচনার সামনে বড় সিক্রেট ফাঁস করলেন অভিনেতার স্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির মনোরঞ্জনের ক্ষেত্রে ডেলি সোপগুলির পাশাপাশি রিয়েলিটি শো গুলির অবদানও নেহাৎ কম নয়। শিমুল, দীপাদের সাংসারিক জীবনের ঝামেলা দেখে যখন হৃদয় ভার হয়ে যায় তখন মুখে হাসি ফোটায় রচনার (Rachana Banerjee) ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) কিংবা মহারাজার ‘দাদাগিরি’। বিশেষ করে জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’র ফ্যানবেস তো অন্য মাত্রায় পৌঁছে গেছে।

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলে আসছে এই শো। বাংলার কোনা কোনা থেকে উঠে আসেন দিদিরা। সঞ্চালিকা রচনা ব্যানার্জির সাথে ভাগ করে নেন তাদের জীবনের সুখ দুঃখের কথা। মাঝেমাঝে জুটি বেঁধে খেলতে আসেন টলি সেলেবরা। আর এই এপিসোডিগুলো তো দেখার মত থাকে। খুঁচিয়ে খুঁচিয়ে সবার পেটের কথা বার করেন রচনা ব্যানার্জি।

   

এই যেমন সেদিন প্রোগ্রামে হাজির হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাগ্নিক চট্টোপাধ্যায় এবং শম্পা বন্দ্যোপাধ্যায়। এসেই নিজের বরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন তিনি। এমনিতে যেখানে মহিলাদের তাদের স্বামীদের নিয়ে অভিযোগের শেষ থাকেনা, এখানে আবার উল্টাপূরাণ।

আরও পড়ুন : বৌ ডাকে ভাই বলে! ৫৬ বছর বয়সে কলেজ ছাত্রীকে বিয়ে বাঙালি অভিনেতার! কীর্তি দেখে হতবাক সকলে

শম্পার কথায়, ‘ও ভীষণ সংসারী। মানে ভীষণই সংসারী, মাঝে মধ্যে আমার মাথা খারাপ হয় যায়। বৌমারা সাধারণত শাশুড়িকে ভয় পায় যে সব গুছিয়ে রাখতে হবে। আমি ওকে ভয় পাই। পিসিমা, মাসিমাদের মতো আলমারি গুছিয়ে রাখে জানো না। একদম টিপটপ করে সব কাজ করবে। একটু এদিক ওদিক হওয়ার জো নেই।’ তার কথায়, তিনিই নাকি একটু বেশি অগোছালো।

আরও পড়ুন : দেবের বাঘাযতীন মুক্তির আগেই দুঃসংবাদ! পরিচালককে নিয়ে এল চরম খারাপ খবর, চিন্তায় ভক্তরা

শম্পা-সাগ্নিকের এই রসায়ন দেখে মুগ্ধ হয়ে যান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চান ফিটনেস ফ্রিক সাগ্নিক এখনও কি জিমে যান? সাগ্নিক জবাব দেন, ‘ওটুকুই তো আছে। রোজ ৪৫ মিনিট করে শরীর চর্চা করি। আর আড্ডার বদলে সাঁতার কাটি।’ এরপর শম্পার সংযোজন, সাগ্নিক রোজ তার সাথে ধ্যান করে।

fb img 1693284385284

এরপরেই দিদির প্রশ্ন যায় প্রোগ্রামে উপস্থিত জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের দিকে। জিজ্ঞেস করেন’তুমি কী করো?’ উত্তরে তিনি বলেন ‘ওই তো সুইমিং পুলে আড্ডা মারতে মারতেই আমার ধ্যান হয়ে যায়।’ দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্য এবং তার স্ত্রী মৌসুমীও এদিন উপস্থিত ছিলেন। তিনি আবার তার বৌয়ের স্পাইগিরির গল্প শোনান। সবে মিলিয়ে দারুন জমে উঠেছিল ‘দিদি নম্বর ওয়ান’র এই সেলিব্রেটি স্পেশাল এপিসোড।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর