বাংলাহান্ট ডেস্ক: বছরের শেষ লগ্নে খারাপ খবর বলিউড থেকে। প্রয়াত হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (Siddhaanth Veer Surryavanshi)। শরীরচর্চায় ব্যস্ত ছিলেন তিনি। সে সময়েই আচমকা হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। শেষরক্ষা করা যায়নি। মাত্র ৪৬ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিদ্ধান্ত। তাঁর মৃত্যু ফিরিয়ে এনেছে সিদ্ধার্থ শুক্লা-রাজু শ্রীবাস্তবের স্মৃতি।
জানা যাচ্ছে, প্রতিদিনের মতো শুক্রবারও জিমে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন সিদ্ধান্ত। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারিয়ে পড়ে যান মাটিতে। জিমে উপস্থিত অন্যরা সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যান কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে। ৪৫ মিনিট ধরে চিকিৎসকরা তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু সবার সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিদ্ধান্ত।
সিদ্ধান্তের এক সহ অভিনেতা দুঃসংবাদ জানান সংবাদ মাধ্যমে। হিন্দি টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ ছিলেন সিদ্ধান্ত বীর সূর্যবংশী। ‘কুসুম’ সিরিয়ালের হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন তিনি। একে একে কৃষ্ণ অর্জুন, কসৌটি জিন্দেগি কি, জিদ্দি দিল মানে না এর মতো সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। এই মুহূর্তে কিঁউ রিশতো মে কাট্টি বাট্টি সিরিয়ালে দেখা যাচ্ছিল তাঁকে।
সিদ্ধান্তের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমেছে হিন্দি টেলিপাড়ায়। বিগত এক দেড় বছরে একের পর এক তরুণ অভিনেতার প্রাণ কেড়েছে হৃদরোগ। তাঁদের মধ্যে অনেকেই শরীরচর্চা করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আরো একটি লক্ষণীয় ব্যাপার, এদের প্রায় বেশিরভাগেরই বয়স ছিল ৪০-৫০ এর মধ্যে।
গত বছর এমনি আচমকা এসেছিল অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবর। মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। কয়েক মাস আগে কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবও শরীরচর্চার ফাঁকেই হৃদরোগে আক্রান্ত হন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।