বাংলা হান্ট ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রমৃত্যুর (Student Death) ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি (Politics)। সামনে এসেছে র্যাগিং (Ragging) তত্ব। প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর তদন্ত যতই এগোচ্ছে ততই শিউরে উঠছেন আমজনতা। আর এই ঘৃণ্য ঘটনায় মাথা নত হয়ে গেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং প্রাক্তনীদের একাংশের। ইতিমধ্যেই র্যাগিংয়ের বিরুদ্ধে মিছিল বার করেছে বহু সংগঠন।
এই যেমন গত ২৮ অগাস্ট ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ঐদিন গান্ধী মূর্তির সামনে র্যাগিং-র বিরুদ্ধে কথা বলা হয়। পাশাপাশি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে আরও বেশকিছু ছাত্র সংগঠন। গোটা ক্যাম্পাসকে সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে অনেকেই। পাশাপাশি যারা এই নোংরা র্যাগিং-র সাথে যুক্ত তাদের প্রত্যেকের কঠোর শাস্তির দাবি করেছেন রাজ্যের মানুষ।
উল্লেখ্য, যাদবপুরের মেইন হস্টেলের যে ক্রিয়াকলাপ সামনে আসছে তাতে নেটমাধ্যমে তাঁকে ব্যাখা করা হয়েছে আতঙ্কপুরী হিসেবে। আর এবার এই আতঙ্কপুরী নিয়েই মুখ খুলেছেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এইদিন বিধানসভায় তিনি বলেন, “আসলে কিছু অপরাধী ছাত্র নামটা ব্যবহার করে এসব করে থাকেন। যারা র্যাগিং করে তারা আসলে ‘সাইকো’। যারা জুনিয়ারদের উপর এসব করে। শুধুমাত্র যাদবপুর কেন, বহু ছাত্রছাত্রী র্যাগিংয়ের শিকার হয়ে মারা গিয়েছে এইসব সাইকো কিলারদের হাতে।”
আরও পড়ুন : পুরী না গোয়া, কোথায় আছেন নবনীতা? ছবি আর কথার মধ্যে বিস্তর ফারাক! ঘনাচ্ছে রহস্য
সোহমের আরও সংযোজন, “আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের উচিত এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে প্রশাসনেরও দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত যাতে পুনরায় এ ধরনের ঘটনা না ঘটে।” প্রসঙ্গত উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর যেন খুলে গেছে প্যান্ডোরা বক্স।
আরও পড়ুন : দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে ঠুমকা শাহরুখের! ট্রেলার রিলিজের আগে মুক্তি পেল জওয়ানের গান
বারান্দার টবে গাঁজা চাষ থেকে শুরু করে ক্যাম্পাস চত্তরে বস্তা বস্তা মদের বোতল উদ্ধার হতে দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে রাজ্যবাসীর। ইতিমধ্যেই মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। উল্লেখ্য, অভিযুক্ত তিনজন সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ এবং দ্বীপশেখর দত্ত ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্তে রয়েছেন। এছাড়া শেখ নাসিম আখতার, হিমাংশু কর্মকার এবং সত্যব্রত রায় রয়েছেন পুলিশ হেফাজতে।