BHOOT- The haunted ship -এর প্রচারে কলকাতায় এলেন ভিকি কৌশল

ভয় পেতে বাকি আর মাত্র তিন দিনের,আর তার মধ্যে আজ সকালে শহরে এসে ছবির প্রচার চালালেন বলিঊডের অন্যতম অভিনেতা ভিকি কৌশল। বলিঊডে একের পর এক ছক ভাঙ্গা ছবির মাধ্যমে ভিকি যেভাবে নিজেকে প্রমান করেছেন। সেখানে দাড়িয়ে তার কেরিয়ারে এটি আবার একটা হিট ছবি হবে বলে মনে করছেন দর্শকরা ।WhatsApp Image 2020 02 18 at 14.15.57 4সম্প্রতি উরি-দ্য সার্জিকাল স্ট্রাইকের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। প্রতিটি ছবির মাধ্যমে সে নিজেকে প্রামান করে চলেছে তিনি জন্ম অভিনেতা। অভিনয় তার রক্তে, নিজেকে অভিনেতা হিসেবে প্রমান করতে তার বেশি সময় লাগেনি। কিন্তু আগামি ২১শে ফেব্রুয়ারি তার নতুন ছবি bhoot-the haunted ship,part-1 মুক্তি পেতে চলেছে ।WhatsApp Image 2020 02 18 at 14.15.57 3ঈএদিন ছবির প্রচারে তিনি জানান ছবির প্রত্যেকটা মুহুর্তের কথা। ছবিতে শুটিং করাকালিন তার অভিজ্ঞতা তিনি সবার সামনে প্রকাশ করেন। কলকাতায় এসে তার নলেন গুড়ের রসোগোল্লা খাওয়ার কথা, এবং ফুচকা খাওয়ার কথা যে তার কাছে কতটা আনন্দের সেইসব অভিজ্ঞতা শেয়ার করেন।WhatsApp Image 2020 02 18 at 14.15.57 2

 

পাশাপাশি তার পরবর্তি ছবি নিয়েও তিনি অনেক কথা বলেন। ছবিতে ভৌতিক অভিজ্ঞতা এবং নতুন ধরনের স্বাদের ছবি করার ভয় এবং চ্যলেঞ্জের কথাও বলেন। ছবির প্রচারে বেশ কয়েকদিন ধরে অভিনেতা ভিকি কৌশল এবং পরিচালক ভানু প্রতাপ সিংহ বেশ কয়েকটি শহরে গেছেন। আর আজ কলকাতার কোয়েস্ট মলে তারা দুজন আসে ছবির প্রচারে। সবশেসে তার বাংলায় আমি তোমাদের ভালোবাসি এই কথায় যেন প্রত্যেকের মন জিতে নেন ভিকি কৌশল।

সম্পর্কিত খবর