এক বছরের প্রেমেই তড়িঘড়ি বিয়ে, কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘খুকুমণি’ দীপান্বিতা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে টেলিপাড়ায় বিয়ের সানাই। বিয়ের মরশুম শুরু হতেই বেশ কয়েকজন টেলি (Serial) তারকা শুভকাজ সেরে ফেলেছেন। এবার তালিকায় যে নামটি উঠে আসছে তিনিও বেশ জনপ্রিয়। কখনও তিনি ধরা দিয়েছেন ‘খুকুমণি’ হয়ে, কখনও আবার ‘তু্ঁতে’ চরিত্রে দর্শকদের মন জয় করেছেন।

বিয়ে করতে চলেছেন দীপান্বিতা (Serial)

ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে নিয়ে। চলতি বছরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। টেলিপাড়ায় (Serial) জোর গুঞ্জন, চলতি বছরের শেষেই নাকি বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। ডিসেম্বরেই নাকি সেই দিন। কে হতে চলেছে দীপান্বিতার হবু বর?

Actress dipanwita rakshit is going to marry soon

কাকে বিয়ে করছেন অভিনেত্রী: জানা যাচ্ছে, দীপান্বিতার হবু বর নাকি পেশায় একজন পশু চিকিৎসক। পোষ্যদের চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সূত্রেই নাকি আলাপ দুজনের। সেই আলাপ এবার গড়াচ্ছে বিয়েতে। প্রায় চার বছরের পরিচয় এবং এক বছরের সম্পর্কে থাকার পর এবার বড় কাজটা সেরে ফেলতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন : ভারত হয়ে উঠছে ‘টেক হাব’! মাইক্রোসফ্ট-গুগলের পর বড় ঘোষণা অ্যামাজনের, জানলে হবেন অবাক

পরিবারের উপস্থিতিতেই বিয়ে: জানা যাচ্ছে, দীপান্বিতা এবং তাঁর হবু স্বামী দুজনেই বাঁকুড়ার বাসিন্দা। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নাকি আইনি বিয়ে করবেন তাঁরা। যদিও এই বিয়ের গুঞ্জন নিয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেননি অভিনেত্রী (Serial)।

আরও পড়ুন : চলতি বছরেই আসবে সপ্তম পে কমিশন? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

প্রসঙ্গত, এই মুহূর্তে কাজ নিয়েও বেশ ব্যস্ত দীপান্বিতা। আগামীতে স্টার জলসার নতুন সিরিয়াল ‘আমি শুধু চেয়েছি তোমায়’তে দেখা যাবে অভিনেত্রীকে। তাঁর বিপরীতে রয়েছেন শুভ্রজিৎ সাহা। ইতিমধ্যেই লুক টেস্ট সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই সিরিয়ালের শুটও শুরু হয়ে যাবে বলে খবর।