অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত কোয়েল মল্লিক! ভাঙল হার, এখন কেমন আছেন ‘মিতিন মাসি?’

বাংলাহান্ট ডেস্ক : শুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। জানা গেছে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় অভিনেত্রী চোট পান। এই দুর্ঘটনার ফলে কোয়েল মল্লিকের হার ভেঙে গেছে। মিতিন মাসির নতুন একটি ছবির শুটিংয়ে আহত হলেন কোয়েল। নেপালগঞ্জে ৩১শে মার্চ ‘খুনির সন্ধানে মিতিন’ সিনেমার শুটিং চলার সময় গুরুতর ভাবে আহত হন কোয়েল।

এর আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, এই ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে। দর্শকদের কোয়েল একদম নিরাশ করতে চান না। ছবির প্রস্তুতির অংশ হিসেবে করছেন জিম ও ডায়েট। সেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই এবার ঘটল বিপত্তি। গতকাল কোয়েল মল্লিক শুটিং করছিলেন বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানে। সেই শুটিং চলার সময় কোয়েল হাতে চোট পান।

আরোও পড়ুন : বড় চমক, কালই অ্যাকাউন্টে টাকা পাঠাবে পশ্চিমবঙ্গ সরকার! কারা পাবেন?

এক্স রে রিপোর্টে দেখা যায় কোয়েলের ডান হাতের আলনা বোন ভেঙে গেছে। সেই জায়গায় প্লাস্টার করতে হয়েছে। ছবির পরিচালক অরিন্দম শীল জানিয়েছেন, “ঘটনাটা ঘটার পর এতটাই ব্যথা ছিল যে কোয়েল হাত পর্যন্ত নাড়াতে পারছিল না।” বর্তমানে কোয়েল মল্লিক একটি বেসরকারি হাসপাতালে বিকাশ কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। কোয়েল জানিয়েছেন, “চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠব।”

koel mallik 1594468904817

প্রসঙ্গত , কোয়েল অভিনীত মিতিন মাসি ফ্রাঞ্চাইজির  ‘জঙ্গলে মিতিন মাসি’ ছবিটি মুক্তি পায় গত পুজোয়। ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া জাগাতে না পারলেও, আগামী ছবির শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘খুনির সন্ধানে মিতিন’ ছবিটি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর