ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিল অভিনেত্রী, পুলিশ গিয়ে মারল গুলি

বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে চলা সংঘর্ষের মাঝে এক অভিনেত্রী জখম হয়েছেন। ওই অভিনেত্রীর নাম মাইসা আবদ ইলাহাদি (Maisa Abd Elhadi)। তিনি ইজরায়েলের বিরুদ্ধে হাইফা শহরে বিক্ষোভ প্রদর্শনে অংশ নিয়েছিলেন। আর সেই সময় প্যালেস্তাইনি অভিনেত্রীর পায়ে গুলি করে ইজরায়েল পুলিশ। এই কথা খোদ অভিনেত্রী মাইসা আবদ ইলাহাদি সোশ্যাল মিডিয়ায় জানান।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সাহায্যকারী দের ধন্যবাদ জানান অভিনেত্রী। তিনি বলেন যে, ইজরায়েল পুলিশ ওনার পায়ে গুলি করেছিল, আর উনি তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠেছেন। নিজের দুঃখ ইনস্টাগ্রামে বয়ান করে অভিনেত্রী লেখেন, ‘আমি কখনও ভাবতে পারিনি যে এমন পোস্ট লিখতে হবে। এটা লেখার সময় আমি লজ্জিত, কারণ এর থেকে বেশি ব্যথা আর দুঃখ আমাদের লোকেরা সহ্য করছে।”

অভিনেত্রী জেরুসালেম থেকে ফিলিস্তিনি পরিবারদের তুলে দেওয়ার বিরুদ্ধে প্রদর্শন করছিলেন। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি জানিনা যে আমার পায়ে গ্রেনেড না অন্যকিছু লেগেছি, কিন্তু এটুকু মনে আছে যে আমি ব্যথায় চিৎকার করছিলাম। আমি পায়ের অবস্থা দেখে আঁতকে উঠেছিলাম। এরপর বিক্ষোভ দেখানো মানুষেরা আমাকে সেখান থেকে বের করে নিয়ে যায়।” অভিনেত্রী বলেন, একটি পার্কে নিয়ে গিয়ে আমার চিকিৎসা করা হয়। তাঁদের কাছে প্যরামেডিক ছিল, যার কারণে আমার পায়ের আঘাত থেকে রক্ত বের হওয়া বন্ধ হয়।

অভিনেত্রী অভিযোগ করে বলেছেন যে, ‘ইজরায়েলি পুলিশ আর সেনা কোনও ফিলিস্তিনির উপর হামলা করা আর গুলি করা থেকে মোটেও দ্বিধা করছিল না। এটা প্রথমবার না যে ইজরায়েলি পুলিশ আর সেনা শান্তিপূর্ণ আন্দোলন করা মানুষের উপর হামলা করল। এর আগেও বহুবার করেছে। আমি ফিলিস্তিনি হওয়ার কারণে এখন হুমকির শিকার হচ্ছি। আমরা এখন যুদ্ধের সম্মুখীন, এই মুহূর্তে আমাদের কেউ যদি বাঁচাতে পারে সেটা হল ভাগ্য।” বলে দিই, অভিনেত্রী গত এক সপ্তাহ ধরে বিবাদিত এলাকায় যাওয়ার ভিডিও পোস্ট করছিলেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর