বলিউডে আরও এক অভিনেত্রীর মৃত্যু! মাত্র ২৭ বছর বয়সেই বিদায় জানালেন বাঙালি তারকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বলিউডে (Bollywood) আরও একটি অভিনেত্রীর মৃত্যু। সবাইকে ছেড়ে চলে গেলেন বলিউড অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায় (Misti Mukherjee)। জানা গিয়েছে যে, গতকাল শুক্রবার ব্যাঙ্গালুরুতে ওনার মৃত্যু হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, উনি বেশ কয়েকমাস ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। আর সেই সমস্যার কারণে মাত্র ২৭ বছর বয়সে ওনার মৃত্যু ঘটল।

আজ শনিবার বলিউডের বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ওনার অন্তিম যাত্রায় ওনার বাবা-মা এবং ভাই ছিলেন। বহুদিন ধরেই তিনি কিটো ডায়েট করছিলেন বলে জানা যায়। আর এই ডায়েটের পর ওনার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে, অবনতিই হয়েছিল।

২০১৩ সালে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী ‘ম্যায় কৃষ্ণা হু” ছবির মাধ্যমে ওনার বলিউড ক্যারিয়ার শুরু হয়। এরপর লাইফ কি তো লগ গই সিনেমায় একটি আইটেম সংয়ে ওনাকে দেখা গিয়েছিল। এরপর ২০১৪ সালে উনি বড়সড় বিতর্কে জড়িয়ে পড়েন।

২০১৪ সালে ওনাকে ওনার ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, উনি নিজের ফ্ল্যাটে ওনার বাবা আর দাদার সাথে মিলে নীল সিনেমার শুটিং করছিলেন।

X