সব্যসাচী স্ত্রী মিঠু চক্রবর্তী কি ক্যান্সার আক্রান্ত ?অভিনেত্রী ‘হরগৌরী পাইস হোটেল’ থেকে সরতেই চর্চা শুরু

Published On:

বাংলাহান্ট ডেস্ক : (Tollywood) টলিউড অভিনেত্রী (Actress) মিঠু চক্রবর্তী (Mithu Chakrabarty) সরে আসছেন অভিনয় থেকে। মিঠু চক্রবর্তী অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী। জানা যাচ্ছে মিঠু চক্রবর্তী দীর্ঘদিন ধরে অসুস্থ। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অভিনেত্রীর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার (Cancer)। যদিও চক্রবর্তী পরিবার এই বিষয়ে কিছু জানাতে চায়নি। বাংলা সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’-এ দেখা যাচ্ছিল মিঠু চক্রবর্তীকে।

এই ধারাবাহিকের নায়কের মায়ের চরিত্রে তিনি অভিনয় করছিলেন। তবে এই চরিত্রে আর অভিনয় করবেন না তিনি। নায়কের মায়ের চরিত্রে এবার দেখা যাবে অন্য অভিনেত্রীকে। মিঠু চক্রবর্তীর স্বামী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী কিছুদিন আগে অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। ‘ফেলুদা’র বুকে বসেছিল স্টেন্ট।

আরোও পড়ুন : ওষুধের দোকানে থেকে শুরু করে কফিশপে কাজ! টাটা, আদানি, আম্বানিদের প্রথম চাকরি শুনলে অবাকই হবেন

অনেকেই বলেছিলেন অসুস্থ স্বামীর দেখভাল করার জন্যই সিরিয়াল থেকে সরে যাচ্ছেন মিঠু চক্রবর্তী। আবার অনেকে বলছেন মিঠু চক্রবর্তী নিজেই খুব অসুস্থ।  সব্যসাচী চক্রবর্তীর এক পরিচালক বন্ধু একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুবই অসুস্থ মিঠু চক্রবর্তী। অভিনেত্রীর ক্যান্সার ধরা পড়েছে। শারীরিক কারণেই তিনি সরে গেছেন অভিনয় থাকে। 

যদিও মিঠু চক্রবর্তীর পরিবার এই বিষয়ে কিছু জানাতে চায়নি। মিঠু চক্রবর্তীর পরিবর্তে তুলিকা বসু অভিনয় করছেন ‘হর গৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে। এই ধারাবাহিক প্রযোজনা করছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। তুলিকা বসু এর আগেও যীশু ও নীলাঞ্জনা প্রযোজিত  ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালে অভিনয় করেছেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X