বাংলাহান্ট ডেস্ক : আসছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) পরিচালিত নতুন সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। হায়দ্রাবাদে চলছে তাঁর এই সিনেমার শুটিং। এই ছবির প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল। বর্তমানে ছবি নিয়ে ভীষন ব্যস্ত পরিচালক।
ছবিতে দেখা যাবে বিবেকের স্ত্রী তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী পল্লবী যোশীকে (Pallavi Joshi)। জানা যাচ্ছে একটি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের ভূমিকা এবং বিজ্ঞানীদের লড়াই ফুটে উঠবে এই সিনেমায়। কোভিড ১৯ এর টিকা আবিষ্কার কিভাবে হয়েছিল তাও তুলে ধরা হবে।
‘দ্য কাশ্মীর ফাইলসের’ সাফল্যের পর পরিচালক বিবেক অগ্নিহোত্রী আবারও একটি বাস্তব ঘটনাকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে চলেছেন। বর্তমানে চলছে এর ছবির শুটিং। অগাস্ট মাসেই মুক্তি পাবে এই ছবি।
ছবির শুটিং চলাকালীনই আক্রান্ত অভিনেত্রী পল্লবী যোশী। জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারে অভিনেত্রীকে। তাতেই গুরুতর চোট পান অভিনেত্রী। তবে আঘাত পাওয়া সত্ত্বেও কাজ থামাননি তিনি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেত্রী।
স্ত্রীকে নিয়ে একটি টুইট করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। টুইট করে তিনি লেখেন, ‘জীবন হল দ্রুত গতিতে ছুটে চলার একটা খেলা। এখানে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম, দুর্ঘটনাপ্রবণ রাস্তা, মদ্যপ চালক সবাই থাকবে। তার মধ্যে দিয়েই তোমায় নিজেকে বাঁচিয়ে নিয়ে চলতে হবে, কারণ তুমিই বারবার দুর্ঘটনার শিকার হও।’
GM.
Life is a game of running on a high speed, heavy traffic, accident prone street of drunk drivers. You have to save yourself. Most become victims of mishaps & never recover. Those who survive accidents, stand up and run again, reach their destination.#CreativeConsciousness
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 17, 2023
তিনি একই সঙ্গে এই পোস্টে লেখেন, ‘যাঁরা সমস্ত দুর্ঘটনার পরও বেঁচে যান, উঠে দাঁড়ান এবং ফের ছুটতে শুরু করেন তাঁরা ঠিক তাঁদের লক্ষ্যে পৌঁছে যান।’