বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে বিলোপ হয়েছে ৩৭০ ধারা। এর জেরে বহু সমালোচনার মুখে পড়েছে গেরুয়া শিবির। অনেকেই ৩৭০ ধারা বিলোপ কে সুখ্যাতি করেছেন, আর অনেকেই এর বিদ্রুপ করেছেন। কিন্তু এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর।
কিছুদিন আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন উর্মিলা, তিনি বলেন, গত ২২ দিন ধরে তাঁর শ্বশুর, শাশুড়ির সঙ্গে কোনও যোগাযোগ নেই। অভিনেত্রীর স্বামী মহসিন আখতার মীর অনবরত যোগাযোগ করার চেষ্টা করলেও কোনওভাবেই তাঁর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বলিউড অভিনেত্রী আরও দাবি করেছেন মোদী সরকার হঠাৎ যেভাবে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ বিলোপ করেছে, তা এক কথায় অমানবিক ও অরাজনৈতিক, গণতন্ত্রে যার কোন স্থান নেই।
উর্মিলা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর শ্বশুর, শাশুড়ি দু’জনেই অসুস্থ। উচ্চ রক্তচাপ রোগী তার ভুক্তভোগী, কিন্তু তাঁদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত ওষুধ রয়েছে কি না, সে বিষয়েও তাঁরা কিছু জানতে পারছেন না বলে ক্ষোভ উগরে দেন উর্মিলা।