বক্স অফিসে ঝড় তুলল ‘দ্য কেরালা স্টোরি’, দু সপ্তাহেই কত টাকা আয় হল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : সারা দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুদীপ্ত সেন পরিচালিত এবং অদা শর্মা (Adah Sharma) অভিনীত এই ছবিকে। যদিও এত কিছুর পরেও সেভাবে প্রভাবিত হয়নি বক্স অফিস কালেকশন। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি। এমনকি পেছনে ফেলে দিয়েছে সলমান খান (Salman Khan) এবং আমির খানকে (Aamir Khan)।

বৃহস্পতিবার আমির খান অভিনীত ‘লাল সিং চড্ডার’ লাইফটাইম কালেকশনকে হারিয়ে দিয়েছে ‘ দ্য কেরালা স্টোরি ‘। বক্স অফিসে এই ছবি কামাই করেছিল মাত্র ৬৯.৯২ কোটি টাকা। মাত্র ৭ দিনেই সেই অংক পার করে ফেলেছে এই ছবি। এমনকি ইতিমধ্যেই ছবির নামের পাশে জুড়ে গেছে ব্লকবাস্টার তকমা।

The Kerala Story

অন্যদিকে আশানুরূপ ফল করতে পারেনি  সলমান খান অভিনীত ছবি ‘ কিসি কা ভাই কিসি কা জান’। গোটা দেশজুড়ে এখনও এই ছবি ১১০ কোটির গণ্ডিও পেরোতে পারেনি। বৃহস্পতিবার মাত্র ২৪ লক্ষ টাকা আয় করেছে সলমান অভিনীত ছবি। অন্যদিকে, মুক্তির পর দেশজুড়ে মোট ৮১.৩৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘ দ্য কেরালা স্টোরি’।

The Kerala Story

বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইটারে দাবি করেছেন, ‘খুব শীঘ্রই ২০০ কোটি টাকার গণ্ডিও পার করে ফেলবে ‘ দ্য কেরালা স্টোরি ‘। এমনকি ২৫০ কোটির লক্ষ্য এই ছবির জন্য খুব একটা বেশি মুশকিল হবে না। প্রথম সপ্তাহের চাইতে দ্বিতীয় সপ্তাহে আরও বাড়বে এই ছবির আয়’।

উল্লেখ্য, ‘ দ্য কাশ্মীর ফাইলস ‘ এর পর ফের একবার বিতর্কে ভরা ছবি ছক্কা হাঁকাচ্ছে বক্স অফিসে। দর্শকদের পাশাপাশি সমালোচকদের মধ্যেও ব্যাপক চর্চা চলছে এই ছবি নিয়ে। এমনকি এই ছবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল।

additiya

সম্পর্কিত খবর